আর জি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনে ন্যায়বিচারের দাবি উঠল রাজ্যের বিভিন্ন প্রান্তে। কলকাতায় চলছে মৌন মিছিল। পানিহাটিতে হয়েছে অভয়া ক্লিনিক এবং নাগরিক মিছিল।
রবিবারই মেদিনীপুর এবং মালদহ শহরে হলো মিছিল। চলল অনশন।
মেদিনীপুর মেডিক্যাল কলেজ সম্প্রতি সারা রাজ্যের নজরে এসেছে জাল স্যালাইন কাণ্ডের কারণে। প্রসূতি মৃত্যুতে চিকিৎকরা সরব হন জাল স্যালাইন সরবরাহের বিরুদ্ধে। আর রাজ্যের সরকার বেছে বেছে শাস্তির মুখে ফেলেছে চিকিৎসকদেরই। তাঁদেরই জেরার মুখে পড়তে হয়েছে।
রবিবার মেদিনীপুর শহরে রবীন্দ্র মূর্তির পাদদেশে ‘অভয়া’-র জন্মদিনে ৩৩ জন আন্দোলনকারী অনশনে বসলেন। বেঁচে থাকলে তেত্রিশ বছরেই পা দিতেন চিকিৎসক ছাত্রী। আর জি কর সহ রাজ্য জুড়ে স্বাস্থ্য পরিষেবায় দুর্নীতি, জাল নিম্নমানের ওষুধ, স্যালাইন সরবরাহে দোষীদের বিচারের দাবি উঠল।
আর জি করে মহিলা চিকিৎসকের হত্যাকাণ্ডে স্বাস্থ্যক্ষেত্রে এই দুর্নীতি এবং অপরাধচক্রকেই দায়ী করেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস এবং রাজ্যের জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। আন্দোলনরত চিকিৎসকরা বলছেন হাসপাতালে হাসপাতালে দুর্নীতির কাঠামো বজায় রাখতেই চলেছে ‘থ্রেট কালচার।’ তারই ফল ফের দেখা গিয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে। আক্রান্ত হয়েছেন প্রসূতিরা। রাজ্যের বিভিন্ন হাসপাতালেই এমন ঘটেছে। ফলে জাল স্যালাইন আর অভয়ার বিচারের দাবিতে আন্দোলনের সূত্র এক। এই দুর্নীতিচক্র এবং প্রমাণ লোপাটে জড়িত অপরাধীদেরই শাস্তির আওতায় আনতে হবে।
এদিন ‘অভয়া মঞ্চ’-র উদ্যোগে তিলোত্তমার হত্যাকান্ডের ন্যায় বিচার চেয়ে রাজ্যের সাথে মালদহ শহরের ১৪ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে সভা হয় শশাঙ্ক শেখর নাগের সভাপতিত্বে। সভায় কৌশিক মৈত্র, মিতা ঘোষ, অরুণ কুমার প্রসাদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভায় কেন মাইক বাজানো এই অজুহাতে সভা বন্ধ করার চেষ্টা হলেও সফল হয়নি।
সোমবার মালদহ জেলা বামফ্রন্টের ডাকে বিকালে নেতাজী মূর্তির পাদদেশ থেকে এক প্রতিবাদ মিছিল হবে।
ABHAYA PROTEST Medinipur Maldaha
বিচারের দাবিতে অনশন মেদিনীপুরে, মালদহে মিছিল

×
Comments :0