False Voting

ভোটের আগেই ছাপ্পা, ব্যালট ছিনতাই

রাজ্য জেলা পঞ্চায়েত ২০২৩

False Voting

রাত পার হলেই রাজ্যে দশম পঞ্চায়েত নির্বাচন। শনিবার সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হবে। বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তারপরেও যাঁরা লাইনে থাকবেন, তাঁরা ভোট দেবেন।
তবে এবারের পঞ্চায়েত ভোটে বুথের সুরক্ষা নিয়ে শেষ পর্যন্ত অস্পষ্টতা থেকেই গেল। পঞ্চায়েত ভোটের গত ৩০ দিনের প্রচার পর্বে ইতিমধ্যেই ২০ জন প্রাণ হারিয়েছেন। ভোটের আগের দিনও সন্ত্রাস অব্যাহত। ভোটের আগের রাতেই দলবল নিয়ে বুথে শাসক দলের দুষ্কৃতীরা। শুক্রবার রাতে জেলায় জেলায় একের পর এক সংঘর্ষের ঘটনার খবর পাওয়া যাচ্ছে। রাত ১১ টার পর কোচবিহারে গুলি চলার খবর পাওয়া গেছে। অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে কংগ্রেস কর্মীর উপর হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। পায়ে গুলি লেগে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। মুর্শিদাবাদের বেলডাঙায় ধারলো অস্ত্রের আঘাতে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর।

হাওড়ার আমতা ২নং ব্লকের দক্ষিণ ভাটোরা ৯১/১/৯১/২,৯২
বুথ গ্রহণ কেন্দ্র যথাক্রমে ভগবতিতলা প্রাথমিক বিদ্যালয়ের ২টি বুথ ও ভগবতিতলা আইসিডিএস সেন্টার। রাতেই  সব ভোট ছাপ্পা দিয়েছে তৃণমূল। গোয়ালপোখরে ব্যালট বাক্স সহ ব্যালট পেপার নিয়ে চলে গেছে তৃণমূলের দুষ্কৃতীরা। 
উত্তর দিনাজপুর জেলার ইটাহারে অবাধে রাতেই ছাপ্পা শুরু হয়ে গেছে। ব্যালট গুলোতে ছাপ পরে গেছে ইটাহারে।
ভোটের আগের দিন রাতে সন্দেশখালি ২ তে কোড়াকাঠি এলাকায় ব্যাপক রাহাজানি চলছে।
ওয়েব ক্যামের আছে তা সত্ত্বেও ভোটিং কম্পার্টমেন্ট টাঙাতে দিচ্ছে না। রয়েছে দুটো মাত্র পুলিশ তাও নিরব দর্শকের ভূমিকায়। তাদের দাবি মানিয়ে নাও।

সিপিআই (এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, "ভোট শুরুর আগেই ছাপ্পা, ব্যালট ছিনতাই।" ইটাহারের দুর্গাপুরে ছিনতাই ব্যালটের ছবি দিয়ে তাঁর মন্তব্য, "তৃণমূলের কায়দা!"

 

 

অন্যদিকে ভোট কর্মীদের ঘেরাও করে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা কাঁথিতে। বনগাঁয় প্রিসাইডিং অফিসারের থেকে ব্যালট পেপার কেড়ে নিয়ে পুকুরের জলে ফেলে দেওয়ার খবর পাওয়া গেছে।
হাসনাবাদে বিরোধী দলের কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যাতে জখম হয়েছেন ৪ জন।
হুগলির ফুরফুরা শরীফের একটি বুথে স্থানীয় তৃণমূলের প্রধানের নেতৃত্বে আইএসএফের ব্লক সভাপতি উপরে হামলা হয়েছে। 

Comments :0

Login to leave a comment