Farmer Solidarity Rally

কৃষক সংহতি মিছিল দক্ষিণ ২৪ পরগনায়

জেলা

Farmer Solidarity Rally

সাধারণতন্ত্র দিবসে সংবিধান রক্ষার শপথ নিয়ে মোদী সরকারের বিশ্বাসঘাতকতার প্রতিবাদে, ফসলের লাভজনক দাম নিশ্চয়তা আইন চালু সহ একগুচ্ছ দাবিতে সারা ভারত সংযুক্ত কিষান মোর্চা ট্রাকটর মিছিল করল ডায়মন্ড হারবারের শরিষায়। 


বৃহস্পতিবার বিকেলে সারাভারত কৃষকসভা দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির আহ্বানে বারুইপুরে ট্রাকটর নিয়ে মিছিল হয়। মিছিলে ছিলেন কৃষক সভার জেলা সম্পাদক অলক ভট্টাচার্য, অনির্বাণ ভট্টাচার্য, অশোক ভট্টাচার্য প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়াও এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীর কুলতলিতে  ও ডায়মন্ডহারবারের সরিষাম কৃষক সংহতি মিছিল হয়। 


কৃষকের ফসলের দাম নেই। ঋনের জালে জর্জিরিত হয়ে কৃষকরা আত্মহত্যা করছেন। এই সরকার কৃষকের স্বার্থের পরিপন্থী আইন চালু করে কৃষকদের সর্বনাশের পথে ঠেলে দিয়েছে। এর বিরুদ্ধে কৃষকদের ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
সর্বনাশা কৃষি বিল থেকে অস্বাভাবিক মুল্য বৃদ্ধির প্রতিবাদে দেশ থেকে বিজেপি সরকারকে তাড়ানো ডাক উঠে এদিনের ট্রাক্টর মিছিল থেকে।

Comments :0

Login to leave a comment