মেমারি থানার কোঙারপাড়ায় কলাগাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। মৃতদের নাম ফড়ে সিং (৬৪) ও তরুণ সিং (৩০)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বাড়ির পাশে কলা গাছ কাটতে গিয়ে ফড়ে সিং বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবা আসতে দেরি করায় তরুণ সেখানে যান। বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন তা দেখে বাবাকে বাঁচানোর চেষ্টা করেন তরুণ। তাতে তরুণও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় বাসিন্দারা দু’জনকে উদ্ধার করে বড়শুল স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে দু’জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্ধমান হাসপাতালের চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
অন্য একটি ঘটনায়, পূর্বস্থলী থানার বড়গাছি ময়েল এলাকায় মাদক জাতীয় তরল খেয়ে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে আশ্রমের এক আবাসিকের। মৃতের নাম সুভাষ দেবনাথ (৭৫)। ঘটনায় অসুস্থ হয়েছেন তাঁর স্ত্রীও। তিনি কালনা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে এক মহিলা শিষ্যা আশ্রমে দীক্ষা নিতে আসেন। শনিবার রাতে গুরু ও তাঁর স্ত্রীকে মাদক জাতীয় কিছু খাইয়ে ঘর থেকে মোবাইল সহ বেশকিছু মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় ওই শিষ্যা। পরিবারের লোকজন পরেরদিন সকালে দু’জনকে অচৈতন্য অবস্থায় দেখতে পান। তড়িঘড়ি উদ্ধার করে দু’জনকে নদীয়ার নবদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের কালনা হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হওয়ায় সুভাষকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার সকালে তিনি মারা যান। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিস।
Comments :0