BSF Jawan Commits Suicide

দিনহাটায় গুলি চালিয়ে আত্মঘাতী বিএসএফ কর্মী

জেলা

বিএসএফের ১৩৮ নম্বর ব্যাটেলিয়ানের কনেষ্টবল পদে চাকরিরত সত্যেন সিং(৪৮)দিনহাটার সাহেবগঞ্জের কাশপাড়া বর্ডার আউট পোষ্টে কর্মরত ছিলেন। শুক্রবার তাঁর সার্ভিস রিভালভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন। বিএসএফ সূত্রে জানা গেছে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন।
এদিকে, কোচবিহারের ফকিরটারির ইয়াসিন খন্দকার নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে গ্রাম্য বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। পাপ্পু মিয়া সহ মোট তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
অন্যদিকে মেখলিগঞ্জের তিস্তা পয়োস্তি এলাকায় দুই পরিবারের মধ্যে আলু ক্ষেত গরু দিয়ে নষ্ট করার অভিযোগকে ঘিরে মারামারি হয়। এই ঘটনায় উভয় পক্ষের সায়রা বিবি,আসমা খাতুন, মোজাফফর মিয়া ও জয়গুন বেওয়া গুরুতর জখম হয়ে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি  হয়েছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। উভয় পক্ষই মেখলিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে।
 

Comments :0

Login to leave a comment