মালদহ শহরের ১৪ নং ওয়ার্ডের ৩২০ মোড়ে বছর দুয়েক ধরে গণশক্তির একটি বোর্ড লাগানো ছিল। এই জায়গায় প্রতিদিন বাজার বসে। এখানে আসেন এবং অনেকেই এখানে কাগজ পড়তেন। শনিবার সকালে মানুষের নজরে পড়ে গণশক্তির বোর্ডটি ওখানে নেই। তারই প্রতিবাদে রবিবার সকালে সভা হয়। সভায় বক্তব্য রাখেন পার্টির জেলা সম্পাদক অম্বর মিত্র সহ রণজিত চক্রবর্তী, রঘুনারায়ণ দত্ত, বিশ্বপ্রিয় বিশ্বাস, মিতা ঘোষ, এসএফআই’র জেলা সভাপতি কৌশিক মৈত্র। সভায় অম্বর মিত্র রাজ্যের চাকরির দুর্নীতি সহ সর্বস্তরের দুর্নীতির কথা উল্লেখ করে বলেন, এ রাজ্যে খুন, সন্ত্রাস, ধর্ষণের পাশাপাশি বিরোধীদের উপর আক্রমণ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গণশক্তির বোর্ড ভাঙাও এই প্রক্রিয়ার অঙ্গ। তবে এসব করে বামপন্থী তথা সিপিআই(এম)কে আটকানো যাবে না। মানুষ রুখে দাঁড়াবে, প্রতিহত করবে। শ্রমজীবী, মেহনতি মানুষের পক্ষে সংবাদ প্রকাশ করে ‘গণশক্তি’। তুলে ধরে মেহনতিকে বঞ্চিত করে শয়ে শয়ে কোটি টাকার দুর্নীতি। মেহনতির জোট ভেঙে দেওয়ার কৌশল সম্পর্কে সচেতন করে জনতাকে। তৃণমূল রাজ্যের সরকারে আসীন হওয়ার পর থেকে ধারাবাহিক আক্রমণের মুখে ‘গণশক্তি’। প্রতিরোধ চালিয়ে আবার মেহনতির উদ্যোগেই রাজ্যজুড়ে চালু হয়েছে নতুন নতুন বোর্ডও।
‘গণশক্তি’ নামটাই এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের শাসক দল বিজেপি’র কাছে আতঙ্কের কারণ। তাই এই পত্রিকার উপর বার বার আক্রমণ নেমে এসেছে। গত শনিবারও সকালে মানুষের নজরে পড়ে মালদহ শহরের ১৪ নং ওয়ার্ডের ৩২০ মোড়ে গণশক্তির বোর্ডটি নেই। রাতের অন্ধকারে ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা। বিষয়টি নজরে আসতেই এলাকার সিপিআই(এম) সদস্য, কর্মী ও সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। এই ঘটনার প্রতিবাদে রবিবার সকালে পার্টির ১৪ নম্বর ওয়ার্ড শাখার পক্ষ থেকে প্রতিবাদ সভা হয়। ওই জায়গাতেই ফের লাগানো হয় ‘গণশক্তি’-র বোর্ড।
Comments :0