বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে জয় পেয়েছে ভারত। এসেছে বিরাটের বহুল প্রতীক্ষিত ৩০তম সেঞ্চুরিও। এইবার সেই প্রসঙ্গে মন্তব্য করলেন ক্রিকেটের অন্যতম কিংবদন্তী সুনীল গাভাসকার। বিরাটের প্রশংসা করে তিনি বলেছেন যে প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে বিরাটকে অনেকটাই তরতাজা মনে হচ্ছিল। দ্বিতীয় ইনিংসে এসে বিরাট স্ট্যান্স পরিবর্তন করে। তার ফলে অস্ট্রেলিয়ার পিচের অতিরিক্ত বাউন্স তাকে কিছুটা সাহায্যই করেছিল। হ্যাজলউডের একটি বলে বিরাট যেভাবে বাউন্ডারি মেরেছিল সেটা দেখতে সহজ লাগলেও অতটা সহজ ছিল না।
অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ম্যাথিউ হেডেন জানিয়েছেন যে দ্বিতীয় ইনিংসে বিরাট অনেকটা বলের লাইনেই ব্যাট করায় তার পক্ষে প্রত্যেকটা বলই খেলতে বেশ সুবিধা হচ্ছিল।
রজার ফেডেরার, নাদালের মতো খেলোয়াড়রাও সবসময় ট্রফি জেতেননি। এই দুই টেনিস মহাতারকাদের সাথে বিরাটের তুলনা করে গাভাসকারের বক্তব্য ছিল যে কোনও প্রতিযোগিতার সেমিফাইনাল অথবা ফাইনালে হেরে গেলেই ফর্ম খারাপের কথা বলা হয়। কিন্তু অন্য কোনো সাধারণ মানের খেলোয়াড় চ্যাম্পিয়ন দলে থাকলে প্রচুর প্রশংসা পেয়ে যান।
বিরাটকে ভারতীয় সমর্থকরা সেঞ্চুরি করতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। গাভাস্কারের মত, তাই গত বছর জুলাইয়ের পর সেঞ্চুরি করতে না পারায় তাকে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করার পর নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন বিরাট। সঠিক মঞ্চে সঠিক সময়েই জ্বলে উঠলেন ভারতীয় মহাতারকা ।
Kohli Gavaskar
স্ট্যান্স বদলে সাফল্য, বিরাটের প্রশংসায় দরাজ গাভাসকার
×
Comments :0