STRIKE TRADE UNION

২০ মে দেশজুড়ে ধর্মঘটের ডাক ১০ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের

জাতীয়

দিল্লিতে শ্রমিক সংগঠনসমূহের জাতীয় কনভেনশনে বক্তব্য রাখছেন সিআইটিইউ’র সাধারণ সম্পাদক তপন সেন।

শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল এবং কাজের সুরক্ষার মতো একাধিক দাবিতে ২০ মে দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিল সিআইটিইউ সহ দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন।
মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের যৌথ মঞ্চে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিআইটিইউ’র বিবৃতিতে জানানো হয়েছে যে বিভিন্ন স্বাধীন ক্ষেত্রগত জাতীয় ফেডারেশন এবং অ্যাসোসিয়েশন ধর্মঘটের আহ্বানে শামিল হয়েছে।
যৌথ মঞ্চ বিবৃতিতে বলেছে যে মোট ১৭ দফা দাবিতেই চলবে প্রচার। মার্চ থেকেই প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এদিন নয়াদিল্লিতে শ্রমিক কনভেনশনে। 
ট্রেড ইউনিয়ন সমূহ বলেছে, তৃতীয়বার সরকারে আসীন হওয়ার পর থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার শ্রমিকদের ওপর আক্রমণ আরও তীব্র করেছে। জীবিকার ওপর চলছে ভয়াবহ হামলা। কর্মহীনতা বাড়ছে একদিকে। অন্যদিকে কাজের গুনমান খারাপ হয়েই চলেছে। কাজের সুরক্ষা থেকে কাজের সময়, বেতন- প্রতিটি ক্ষেত্রে ভয়াবহ আক্রমণ চলছে।
বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রের চার শ্রম কোড কর্পোরেটের স্বার্থ রক্ষা করতে শ্রমজীবীর ওপর আক্রমণ চরম মাত্রায় পৌঁছে দেওয়ার ছক। কাজের সময়, সামাজিক সুরক্ষা তো বটেই কার্যত সংগঠিত প্রতিবাদের অধিকারও কেড়ে নেওয়ার ব্যবস্থা হয়েছে। এই কোড কার্যকর হলেই প্রতিবাদ রাস্তায় নামিয়ে আনার প্রস্তুতি রাখার আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা। 
বিবৃতিতে বলা হয়েছে, ‘সহজে ব্যবসা’ নীতির নাম করে আসলে শ্রমিকদের দাসে পরিণত করার ব্যবস্থা হচ্ছে শ্রম কোডে। ন্যূনতম গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার অগ্রাহ্য করা হয়েছে। তার বিরুদ্ধে শ্রমজীবীর সব অংশকে ঐক্যবদ্ধ করতে হবে। 
সিআইটিইউ’র পাশাপাশি ধর্মঘটে শামিল রয়েছে আইএনটিইউসি, এআইটিইউসি, এইচএমএস, টিইউসিসি’র মতো কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। 
 

Comments :0

Login to leave a comment