পশ্চিমবঙ্গের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার চাকরির মেয়াদ আরও তিন মাস বাড়ানো হল। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, আগস্ট অবধি কর্মরত থাকবেন গোপালিকা।
১৯৮৯ সালের আইএএস ব্যাচের অফিসার গোপালিকার চলতি সপ্তাহের শুক্রবার অবসর নেওয়ার কথা ছিল। তাঁর চাকরির মেয়াদ বৃদ্ধির আবেদন করা হয়। কেন্দ্রের তরফে সোমবার এই সংক্রান্ত সবুজ সঙ্কেত মিলেছে। তার ফলে ৩১ আগস্ট অবধি তিনি রাজ্যের মুখ্যসচিব পদে থাকবেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর এইচকে দ্বিবেদীর জায়গায় মুখ্যসচিব পদে আসেন গোপালিকা। মুখ্যসচিব হওয়ার আগে তিনি রাজ্যের স্বরাষ্ট্রসচিব পদে কর্মরত ছিলেন।
রাজ্যের তৃণমূল সরকার সাধারণ সরকারি কর্মচারীদের ডিএ না দিলেও, এবং শূন্যপদ পূরণ না করলেও, অবসরপ্রাপ্ত শীর্ষ সরকারি আধিকারিকদের অবসরের পরেও সরকারের কাজের সঙ্গে যুক্ত রাখে। এরজন্য নতুন পদও তৈরি করা হয়। যেমন অবসরের পরে এইচকে দ্বিবেদীকে সরকারের উপদেষ্টা বানিয়েছেন মমতা ব্যানার্জি। রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থের অবসরের পরেও তাঁকে রাজ্যের মুখ্য সুরক্ষা উপদেষ্টা করা হয়। নতুন পদও সৃষ্টি করা হয় সেইজন্য। এখন দেখার গোপালিকার ক্ষেত্রেও একই পথে হাঁটে কিনা মমতা ব্যানার্জির প্রশাসন।
Comments :0