রবিবার প্যারালিম্পিকের ক্লোজিং সেরিমনিতে ভারতের তেরঙ্গা বহনের দায়িত্বে থাকতে চলেছেন দুই পদক জয়ী স্প্রিন্টার প্রীতি পাল এবং তিরন্দাজ হরবিন্দর ।
গত টোকিও প্যারালিম্পিকের থাকে এই বছরে ভারতের প্রাপ্তি অনেকটাই বেশি। টোকিওতে তিন বছর আগে ভারতের ঝুলিতে এসেছিল মোট ১৯ টি পদক। প্যারিসে তা দীর্ঘায়িত হয়ে দাঁড়িয়েছে ২৯ এ। অর্থাৎ টোকিওর থেকে আরো দশটি পদক বেশি পেয়েছে ভারত । তার কৃতিত্ব অ্যাথলিটদের পাশাপাশি প্রশিক্ষকদের ।প্যারিস অলিম্পিকে পদক জয়ের যে সংখ্যা সকলে প্রত্যাশা করেছিলেন, তারা সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেও । সেই প্রত্যাশার মর্যাদা রেখেছেন প্যারলিম্পিকের অ্যাথলিটরা । ২০২৮ গ্রীষ্মকালীন অলিম্পিক ও প্যারালিম্পিক অনুষ্ঠিত হবে আমেরিকার লস এঞ্জেলেসে ( LA ) ।
Comments :0