প্যারালিম্পিকে ইতিহাস গড়লেন হরবিন্দর সিং। ৩৩ বছরের হরবিন্দর প্রথম সেই ব্যক্তি হলেন যিনি ভারতের প্যারালিম্পিকে তিরন্দাজির ইতিহাসে প্রথম সোনা জিতলেন প্যারালিম্পিকে।
হরবিন্দর গত টোকিও প্যারালিম্পিকে জিতেছিলেন ব্রোঞ্জ পদক । এশিয়ান গেমসেও ব্রোঞ্জ পদক জিতেছিলেন।
এছাড়াও আরো দুটি পদক এসেছে ক্লাব থ্রো ইভেন্ট থেকে। পুরুষদের ক্লাব থ্রো ইভেন্টে সোনা জিতেছেন ধরমবীর। ওই একই ইভেন্টে রুপো জিতলেন প্রণব সুরমা।
প্যারালিম্পিকের ইতিহাসে এবারই প্যারিসে ভারতের পদক আগের চেয়ে বেশি। ভারতের আপাতত পদকের সংখ্যা ২৪ । যার মধ্যে ৫টি সোনা, ৯ টি রুপো এবং ১০টি ব্রোঞ্জ।
PARALYPIC HARVINDER
প্যারালিম্পিকে ইতিহাস তিরন্দাজ হরবিন্দারের
×
Comments :0