প্রথমে বিকট শব্দে বিস্ফোরণ। তারপরেই ভেঙে পড়ল একটি বাড়ি। মঙ্গলবার রাতে বরানগর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের টি এন চ্যাটার্জী স্ট্রিটের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে হঠাৎই বিস্ফোরণের শব্দ কেঁপে উঠে বরানগর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের টি এন চ্যাটার্জী স্ট্রিট এলাকা। শীতের রাতে বিস্ফোরণের শব্দে রাস্তায় বেরিয়ে পড়ে স্থানীয় মানুষজন।
প্রত্যক্ষদর্শী দাবি, ৩৪ নম্বর টি এন চ্যাটার্জী স্ট্রিটের বাড়িটি বিস্ফোরণের জেরে ভেঙে পড়ে। বাড়িতে সেই সময় ছিলেন সুমিত্রা মাইতি নামে এক ৫০ বছর বয়সী মহিলা। তাঁকে এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বরাহনগর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন।
এই মুহূর্তে দমকলকর্মীরা এবং পুলিশ ভদ্রমহিলার খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। পুলিশ ও উদ্ধারকারীদের তৎপরতায় এই মুহূর্তে ভেঙে পড়া বাড়িতে উদ্ধার কার্য চলছে। ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কী কারণে এই বিস্ফোরণ তা এখনও জানা যায়নি। শুরু হয়েছে তদন্ত।
Comments :0