ICC

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সময় বেঁধে দিল আইসিসি

খেলা

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে যে বিতর্ক তৈরি হয়েছিল, আজ অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় বাংলাদেশকে ২৪ ঘন্টা সময় দেওয়া হয়েছে। বুধবার আইসিসি’র বোর্ড মিটিংয়ে এই বিষয়ে ভোটাভুটি হয়। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভারতে খেলতে অথবা প্রত্যাহার করে নিতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশকে ২৪ ঘন্টার মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আসলে, নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কে তাদের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তর করতে বলেছিল। এর পাশাপাশি, তারা গ্রুপ পরিবর্তন করে আইসিসিতে স্থানান্তর করার বিকল্পও দিয়েছিল। এদিনের অনুষ্ঠিত বৈঠকে আইসিসি বিসিবি’র সমস্ত দাবি প্রত্যাখ্যান করে। এবং একদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় বেঁধে দেয়। একই সঙ্গে জানিয়ে দেয়, বাংলাদেশ না খেললে তাদের পরিবর্তে অন্য একটি দলকে বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এক দিনের সময় দিয়েছে আইসিসি।
এদিন আইসিসি বোর্ড সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন। আইসিসি চেয়ারম্যান ছাড়াও, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া, এসএলসি সভাপতি শাম্মী সিলভা, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি, ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যান মাইক বেয়ার্ড, জিম্বাবুয়ে ক্রিকেট সভাপতি তাভেঙ্গা মুকুহলানি, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি কিশোর শ্যালো, ক্রিকেট আয়ারল্যান্ড চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনিস, ক্রিকেট নিউজিল্যান্ড প্রতিনিধি রজার টোয়াস, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন, ক্রিকেট দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি মোহাম্মদ মুসাজি এবং ক্রিকেট আফগানিস্তানের চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ উপস্থিত ছিলেন। সভায় আইসিসির শীর্ষ আধিকারিক এবং দুর্নীতি দমন বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভও উপস্থিত ছিলেন।
নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বিসিবি ভারতে দল না পাঠানোর বিষয়টি আইসিসিকে জানালে এদিন এই বিষয়ে আইসিসি বোর্ডসভায় ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের জায়গায় বিকল্প দল নেওয়ার পক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়।
সূত্রের খবর বাংলাদেশ যদি ভারতে এসে খেলতে না চায় সেক্ষেত্রে স্কটল্যান্ড সুযোগ পেতে পারে।  আইসিসি বিসিবিকে জানিয়ে দিয়েছে, যদি বাংলাদেশ নিজের সিদ্ধান্ত অনড় থাকে, তাহলে তাদের টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হবে।

Comments :0

Login to leave a comment