footballs new rule

ফিফার নতুন নিয়মের জাঁতাকলে এবার গোলরক্ষকরা

খেলা

IFAB new rule for goalkeepers ছবি প্রতীকী।

 

ফুটবলের নতুন বেশ কিছু নিয়মগুলি কিছুটা যেন রক্ষণভাগের খেলোয়াড়দের বিরুদ্ধেই যাচ্ছে ইদানিং সময়ে । হালকা টাচে ফাউল হওয়ায় তার সুবিধা ভোগ করছে আক্রমণভাগের খেলোয়াড়রা । এইবার এই তালিকায় যুক্ত হচ্ছে গোলরক্ষকদের নাম । গোলপোস্টের নিচে ও পেনাল্টি বক্সের মধ্যে এতদিন গোলরক্ষকদেরই ছিল রাজত্ব । কোনো গোলরক্ষক ৬ সেকেন্ডের বেশি বল হাতে ধরে রেখে সময় নষ্ট করলে  তার শাস্তি হিসেবে এতদিন রেফারিরা একটি হলুদ কার্ড ও বক্সের মধ্যেই ইনডাইরেক্ট ফ্রি কিক দিত । কিন্তু বিশ্ব ফুটবল এসোসিয়েশন বোর্ড বা ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন বোর্ড ( IFAB ) একটি নতুন নিয়ম চালু করতে চলেছে ফুটবলে । এইবার থেকে গোলরক্ষকরা ৮ সেকেন্ডের বেশি বল হাতে ধরে রাখলে তার শাস্তি হিসেবে একটি কর্নার কিক উপহার পাবে বিপক্ষ দল । নতুন এই নিয়মটি প্রয়োগ করার আগে দুই জায়গাতে এর ট্রায়াল হয়েছে এবং সেগুলি সম্পূর্ণভাবেই সফল হয়েছে । প্রিমিয়ার লীগ অনূর্ধ্ব ২০ এবং ইতালিয়ান অনূর্ধ্ব লীগে এই নিয়মের ট্রায়াল সম্পূর্ণ হয়েছে । এই নিয়ম টপ টায়ার লীগগুলোতে আসার পর স্বভাবতই বেশ আলোড়ন ফেলে দেবে বিশ্ব ফুটবলে ।

 

 

 

Comments :0

Login to leave a comment