Fire Howrah

হাওড়ায় আগুনে পুড়ল বিয়েবাড়ি

জেলা

হাওড়ার ফোরশোর রোডে আগুন নেভাচ্ছেন দমকল কর্মীরা।

হাওড়ার ফোরশোর রোডে আগুনে পুড়লো অনুষ্ঠান ভবন। এদিন অনুষ্ঠান না থাকায় হতাহতের ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে। 
রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ ফরশোর রোডে ‘হাওড়া ভবন’ নামে ওই অনুষ্ঠান ভবনে আকস্মিকভাবে আগুন লেগে যায়। একটি বিয়েবাড়ির অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। মুহূর্তেই পুড়ে ছাই হয় বিয়েবাড়ির জন্য রাখা চেয়ার-টেবিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ অনুষ্ঠান ভবনের একাংশে আগুন লাগে। অল্প কিছুক্ষণের মধ্যে দাউ দাউ করে পুড়তে থাকে বিয়েবাড়ির জন্য তৈরি হওয়া মণ্ডপ। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশেও। আতঙ্ক ছড়িয়ে পড়ে।   
আতঙ্কিত হয়ে আশপাশের বাড়ি থেকে বেরিয়ে আসেন মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। প্রথমে ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন। আগুন নেভানোর শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় আরও একটি ইঞ্জিন আনা হয়। 
দমকল আধিকারিক জানিয়েছেন, বিয়ের মণ্ডপে আগুন লাগার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে আসেন। ভবনে বাঁশ দিয়ে একটি মণ্ডপ তৈরি হয়েছিল। সেখানে প্রথমে আগুন লাগে। সেখান থেকে গোটা ভবনটি আগুনের গ্রাসে চলে যায়। ভবনের প্রচুর জিনিসপত্র পুড়ে গেছে। কী ভাবে আগুন লেগেছে তা এখনও পরিষ্কার নয়। তবে প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে বিপত্তি ঘটেছে। দমকল আধিকারিক জানিয়েছেন, ওই ভবনে আগুন নেভানোর কোনও ব্যবস্থা ছিল না। ভবনের দায়িত্বে থাকা কারও দেখা মেলেনি।

Comments :0

Login to leave a comment