রবিবার কল্যাণী স্টেডিয়ামে আই লিগের ম্যাচে দিল্লি এফসির বিরুদ্ধে নামবে ইন্টার কাশী। তার আগে শনিবার সাংবাদিক সম্মেলনে এসেছিলেন কোচ হাবাস ও বিদেশী ফুটবলার নিকোলা।
প্রথম ম্যাচে স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় পেয়েছিল হাবাসবাহিনী । হাবাস জানিয়েছেন, 'প্রথম ম্যাচটা সবসময়ই একটু কঠিন হয়, তবে প্রথম ম্যাচে জেতার পর আমরা আত্মবিশ্বাসী এবং কালকের মাচের জন্য আমরা তৈরি।’
অচেনা প্রতিপক্ষ দিল্লি এফসি সম্পর্কে বলতে গিয়ে হাবাস বিদেশী লিগের প্রসঙ্গ টেনে এনে বলেন ' লা লিগা , বুন্দেসলিগার মতো লিগে ভিডিও এবং ম্যাচ বিশ্লেষকরা থাকেন। আমাদের লিগে এইরকম কোনো ব্যবস্থা না থাকায় প্রতিপক্ষকে নিয়ে কিছুটা সমস্যা হয়ই।’
ফুটবলার নিকোলা জানান, 'ফুটবলই আমাদের মোটিভেট করে। আমরা সকলেই জানি কাল আমাদের কী করতে হবে। প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আমরা ভালোভাবেই জানি।’
কল্যাণী স্টেডিয়াম ও সমর্থকদের প্রসঙ্গে হাবাস বলেন, 'এই মাঠে খেলতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। মাঠ অসাধারণ। সমর্থকদের অনেক ধন্যবাদ আমাদের সমর্থন করার জন্য।’
প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী হাবাস রবিবারের ম্যাচেও বদলাবেন না তাঁর উইনিং কম্বিনেশন।
একনজরে ইন্টার কাশির সম্ভাব্য প্রথম একাদশ- অরিন্দম, সার্থক, ড্যাভিড , নারায়ণ দাস, সুমিত পাসি, কার্তিক, নিকোলা, টোম্বা সিং, জনি কাউকো, এডমন্ড ও ডোমিনিগো ।
ISL: Inter Kashi
কল্যাণীতে অচেনা প্রতিপক্ষের বিরুদ্ধে ৩ পয়েন্টেই লক্ষ্য হাবাসের
×
Comments :0