পাঞ্জাবের বিরুদ্ধে ৩-০ গোলে জয়ী হলো মোহনবাগান। আইএসএল’র এই ম্যাচে তিনটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে খেলার ফলাফল ছিল গোলশূন্য।
দুই দলই বেশ কিছু সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয়। মূলত মাঝমাঠের লড়াই চলছিল প্রথমার্ধ জুড়ে। ম্যাচের আগে মোহনবাগান জার্সিতে ৫০টি ‘ক্লিনশিট’ রাখায় রেকর্ড গড়েছেন গোলরক্ষক বিশাল কাইথ। টানা পঞ্চাশ ম্যাচে গোল খায়নি মোহনবাগান। সেই ৫০ নম্বর লেখা জার্সি কাইথের হাতে তুলে দেওয়া হয়।
দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটেই গোল পেলেন ম্যাকলারেন। দীপেন্দুর পাস থেকে সুন্দর ফিনিশ ম্যাকলারেনের। ৬৩ মিনিটে লিস্টনের শটটি শেষের দিকে গ্রেগের হাল্কা টাচে ডিফ্লেক্ট হয়ে গোলে ঢুকলেও গোলটি মূলত লিস্টনেরই।
দুই গোল হয়ে যাওয়ার পর পাঞ্জাব মরিয়া হয়ে উঠলেও রক্ষণভাগ ও বিশালের দরুণ ‘ক্লিনশিট’ পেলো মোহনবাগান। ম্যাচের শেষের দিকে ৯০ মিনিটে পাঞ্জাব রক্ষণের ভুলে ম্যাকলারেন তাঁর দ্বিতীয় গোলটি করলেন পড়ে পাওয়া চোদ্দ আনার মতোই। ম্যাচ জিতে ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শিল্ড জয়ের দোরগোড়ায় পৌঁছে গেল মোহনবাগান।
ISL: Mohun Bagan vs Punjab
পাঞ্জাবকে ৩ গোলে হারালো মোহনবাগান

×
মন্তব্যসমূহ :0