শনিবারের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান ও চেন্নাইন এফসি। যুবভারতীতে খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৭টায়।
আইএসএল’র টেবিলে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মলিনার মোহনবাগান। সাপলুডোর পয়েন্ট টেবিলে কখনো বেঙ্গালুরু উপরে থাকে তো কখনো মোহনবাগান। তাই শনিবার ফের একবার ওপরে উঠতে চায় মোহনবাগান।
শুক্রবারের অনুশীলনে গ্রেগ স্টুয়ার্টের দেখা মেলেনি। শনিবার তাঁর খেলার সম্ভাবনা কম। তবে সাংবাদিক সম্মেলনে এসে থাপা বলেছেন যে তিনি সম্পূর্ণ ফিট। থাপা ও আপুইয়াকে নিয়ে মাঝমাঠ সাজাতে পারেন মলিনা। সামনে থেকে আক্রমণে থাকবেন দিমি ও গ্রেগ স্টুয়ার্ট। ডিফেন্সের খেলোয়াড়দের কার্ড সমস্যা ভাবাচ্ছে মলিনাকে। ফিরতে পারেন আশিস রাই। শুভাশিস, আশিস, টম ও আলবার্তকে নিয়ে পুরোনো ডিফেন্স লাইনেই ফিরবেন কোচ। দুই উইংয়ে খেলবেন মানভির ও লিস্টন।
বিপক্ষ দলের কোচ ওয়েন কয়েল সাংবাদিক সম্মেলনে হুঙ্কার ছুঁড়েছিলেন মোহনবাগানকে হারানোর ব্যাপারে। আইএসএল-এ এখনো পর্যন্ত মোট ৮ বার মুখোমুখি হয়েছে দুই দল।
মোহনবাগান জিতেছে ৩ বার এবং চেন্নাই জিতেছে ২বার। চতুর্থ জয়ের লক্ষ্যে শনিবার মাঠে নামবেন মনবীররা।
Mohun Bagan vs Chennain FC
শীর্ষে ওঠার লড়াইয়ে সন্ধ্যায় সবুজ মেরুনের সামনে চেন্নাই
×
Comments :0