হায়দরাবাদের গাচ্ছিবৌলি স্টেডিয়ামে ইন্টার কন্টিনেন্টাল কাপের শেষ ম্যাচে ভারতকে ৩ - ০ গোলে হারিয়ে ট্রফি জিতল সিরিয়া। ম্যাচের গোলদাতা মাহমুদ ( ৭ মিনিট ) , দালেহ ( ৭৬ মিনিট ) ও পাবলো( ৯০ + ৬ মিনিট)।
সোমবার হাইদরাবাদের গাচ্ছিবৌলি স্টেডিয়ামের দর্শকরা সাক্ষী থাকলেন ভারতের জঘন্য রক্ষণভাগের। আনোয়ার ও রাহুল ভেকে এই দুই সেন্টার ব্যাকই এদিন জঘন্য পারফরম্যান্স করলেন। বারংবার দেখা গিয়েছে এই দুইজনের বোঝাপড়ার অভাব। তার সাথে ছিল মাঝমাঠে ব্লকিংয়ের অভাব ও ঝুড়ি ঝুড়ি মিসপাস।
এইরকমই এক মিসপাস থেকে ম্যাচের ৭ মিনিটেই গোল করে এগিয়ে যায় সিরিয়া। । প্রথমার্ধ জুড়ে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি ভারত । একমাত্র ছাংতের মধ্যে কিছুটা চেষ্টা দেখা যাচ্ছিল। দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স আরো হতশ্রী। মানালো মার্কেজ বেশ কয়েকটি পরিবর্তন করলেও বদলালো না ভারতের পারফরম্যান্স। ডান দিক থেকে আশিস রাইয়ের দিক থেকেই বারবার আক্রমণ শানাচ্ছিল সিরিয়া। স্ট্রাইকার পাবলোকে আটকাতেই হিমশিম খাচ্ছিলেন শুভাশিস, আশিস , আনোয়াররা। বেশ কয়েকদিন পর মাঠে নেমে ছন্দহীন লাগছিল আনোয়ারকে । ম্যাচের ৭৬ মিনিটে অনায়াসেই বক্সের মধ্যে বিনা বাধায় ঢুকে গোল করে যান ডালেহ। গোলটির ক্ষেত্রে দায় এড়াতে পারেন না গুরপ্রিতও।
শেষের দিকে লিস্টন বেশ কয়েকটি দূরপাল্লার শট নিলেও তা থেকে গোল আসেনি। বরং একটি কাউন্টারে তৃতীয় গোলটি করে ভারতের কফিনে শেষ পেরেক পুঁতে দিলেন পাবলো। এই ম্যাচের পরে হয়তো ভাবনাচিন্তার সময় এসে গেলো মানালোর। গোলকিপার , ডিফেন্স ও মাঝমাঠের সম্পূর্ণ পরিবর্তন না করলে ভবিষ্যতে আরো করুনণ অবস্থা অপেক্ষা করে আছে ভারতের জন্য।
Comments :0