ইন্টার কন্টিনেন্টাল কাপের ম্যাচে সোমবার সিরিয়ার বিরুদ্ধে নামবে ভারতীয় ফুটবল দল । খেলা শুরু সন্ধ্যা ৭ : ৩০ টায়।
গত ম্যাচে মরিশাসের মতো দলের বিরূদ্ধে অপ্রত্যাশিতভাবে ড্র করার পরে ফের একবার পরীক্ষার সামনে মানালো মার্কেজের দল।
অ্যাটাক, মিডফিল্ড ভালো খেললেও ডিফেন্সের অবস্থা ভরসাজনক নয়। তাই সোমবারের ম্যাচে দলে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। দলে দক্ষ স্ট্রাইকার না থাকা গোল না হওয়ার কারণ হিসেবে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। সুনীল ছেত্রীর পর আর সেরকমভাবে কেউ উঠে আসেননি ভারতীয় দলে। সমূহ সম্ভাবনাময় ফুটবলার ইস্টবেঙ্গলের স্ট্রাইকার ডেভিডকেও নেওয়া হয়নি এই টুর্নামেন্টের দলে। এই মুহূর্তে ভারতের সেরা সবুজ মেরুন গোলরক্ষক বিশালেরও মেলেনি সুযোগ ।
তাই মানালো মার্কেজের দল বাছাই নিয়েও উঠছে প্রশ্ন । প্রশ্নের জবাব দিতে আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।
Comments :0