INDIA HOCKEY

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাম খোদাই ভারতের

খেলা

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে চিনকে হারিয়ে ফের একবার ট্রফি জিতল ভারত। একমাত্র গোলটি করেন যুগরাজ সিং। তাঁকে গোলের পাস বাড়ান দারুণ ফর্মে থাকা হরমনপ্রীত। 
এই নিয়ে পঞ্চমবার এই ট্রফি জিতে হকিতে রেকর্ড গড়লো ভারত। ম্যাচের শেষ কোয়ার্টারে ৫২ মিনিটে চিনের দুর্গ ভেদ করে গোল দেন যুগরাজ। ২০২৩ ও ২০২৪ পর পর দুইবার এই ট্রফিতে নিজেদের নাম খোদাই করল ভারতীয় হকি দল।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন