চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে ইংল্যান্ডকে হারাল ভারত। সিরিজের প্রথম ম্যাচে ইডেনে জয়ের পর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও জয় পেল সূর্য কুমাররা। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সূর্য কুমার যাদব। ১৬৫ রানের ইনিংসে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক জস বাটলার ( ৩০ বলে ৪৫ ) । হ্যারি ব্রুক করেন ৮ বলে ১৩ রান। ব্রাইডন কার্সে করেন ১৭ বলে ৩১ রান। বোলিংয়ের দাপট দেখায় ভারত। অক্ষর ও বরুণ চক্রবর্তী নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নেন অর্শদীপ ও ওয়াশিংটন। দ্বিতীয় ইনিংসে রান তারা করতে নেমে ভারতের হয়ে সর্বোচ্চ ( ৭১ ) রান করেন তিলক বর্মা । ওয়াশিংটন করেন ২৬ রান। সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পরবর্তী ম্যাচ আগামী বৃহস্পতিবার রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে।
Comments :0