ISRAEL PALESTINE CONFLICT

গাজায় চিকিৎসা সহায়তা পাঠালো জর্ডন

আন্তর্জাতিক

সোমবার জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ঘোষণা করেছেন যে, তাদের বিমান বাহিনী গাজায় অবস্থিত জর্ডনের ফিল্ড হাসপাতালে জরুরি চিকিৎসা সহায়তা পাঠিয়েছে।
এক পোস্টে রাজা জানিয়েছেন, ‘আমাদের নির্ভীক বিমান বাহিনীর সদস্যরা মধ্যরাতে গাজায় জর্ডনের ফিল্ড হাসপাতালে জরুরি চিকিৎসা সহায়তা পাঠিয়েছে। গাজায় যুদ্ধে আহত আমাদের ভাই-বোনদের সহায়তা করা আমাদের কর্তব্য। আমরা সবসময় আমাদের প্যালেস্তিনীয় ভাইদের পাশে থাকব।’
ইজরায়েলি সামরিক সূত্রগুলো জানিয়েছে, রয়্যাল জর্ডনের বিমান বাহিনীর কাছ থেকে সহায়তা গ্রহণ করা হয়েছে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর জ্ঞাতসারে ও অনুমোদন নিয়ে।
১ নভেম্বর, জর্ডন গাজায় চলমান ইজরায়েলি বর্বরতার প্রতিবাদে ইজরায়েল থেকে তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয়।
জর্ডনের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, জর্ডন গাজায় সংঘাতের অবসান, মানবিক সহায়তা প্রদান, বেসামরিক নাগরিকদের সুরক্ষার মাধ্যমে এই অঞ্চলকে রক্ষা করার জন্য কাজ চালিয়ে যাবে।
জর্ডন ১৯৬৭ সালের সীমান্তে একটি স্বাধীন প্যালেস্তিনীয় রাষ্ট্র প্রতিষ্ঠার নিশ্চয়তা প্রদানকারী দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে প্যালেস্তাইন ও ইজরায়েলের মধ্যে একটি বিস্তৃত ও ন্যায়সঙ্গত শান্তির প্রতিষ্ঠার জন্য আহ্বান জানিয়েছে।

Comments :0

Login to leave a comment