January 30 CPIM Rally in Kolkata

৩০ জানুয়ারি জনসমাবেশ কলকাতায়

রাজ্য কলকাতা

January 30 CPIM Rally in Kolkata


 ভারতের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সংবিধান এবং মানুষের জীবন-জীবিকা রক্ষায় সংগ্রামের আহ্বান জানিয়ে আগামী ৩০ জানুয়ারি কলকাতার ধর্মতলায় জনসমাবেশ করতে চলেছে সিপিআই(এম)’র কলকাতা জেলা কমিটি। পার্টির কলকাতা জেলা কমিটির সম্পাদক কল্লোল মজুমদার রবিবার জানিয়েছেন, সাম্প্রদায়িক বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে পরাস্ত করে বামপন্থী বিকল্পকে শক্তিশালী করার আহ্বান জানানো হবে সমাবেশ থেকে। কলকাতায় সিপিআই(এম)’র কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে ধর্মতলায় এই সমাবেশে ভাষণ দেবেন পার্টির সাধারণ সম্পাদক সীতারাম  ইয়েচুরি, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও কেন্দ্রীয় কমিটির সদস্য দেবলীনা হেমব্রম। 

 

 

সেদিন কলকাতার ৯টি জায়গা থেকে মিছিল পৌঁছাবে সমাবেশে।
৩০ জানুয়ারির সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে কলকাতায় জোরকদমে প্রচার চলছে। রবিবার সিপিআই(এম)’র রাসবিহারী-১ এরিয়া কমিটির উদ্যোগে চন্দ্রমণ্ডল লেন সংলগ্ন এলাকায় একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় তৃণমূল ও বিজেপি’র দেশবিরোধী, জনবিরোধী নীতির বিরুদ্ধে মানুষকে একজোট করে লড়াইয়ের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি, কলতান দাশগুপ্ত, ছাত্রনেতা সৃজন ভট্টাচার্য সহ গণআন্দোলনের নেতৃবৃন্দ। তৃণমূল-বিজেপি’র চুরি, লুট, সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে বিকল্পের লড়াইকে শক্তিশালী করতে বামপন্থীদের আন্দোলনে অংশগ্রহণের জন্য মানুষের কাছে আহ্বান জানিয়েছেন বক্তারা। রাসবিহারীর পাশাপাশি এদিন কলকাতার অন্যান্য এলাকাতেও ৩০ জানুয়ারির সমাবেশের সমর্থনে প্রচার কর্মসূচি সংগঠিত হয়েছে।
(ছবি আছে। ক্যাপশন : রবিবার রাসবিহারীতে প্রচার সভায় ভাষণ দিচ্ছেন মীনাক্ষী মুখার্জি)
 

Comments :0

Login to leave a comment