ভবানীপ্রসাদ মজুমদার
' আম খাইবার আশা ', ব্যাকরণে ' আমাশা '
আম নিয়ে তাই ভাই নয় বেশি তামাশা !
কাঁচা আম, পাকা আম, ছাঁকা আমসত্ত্ব
আমরা তো আমরণ আম নিয়ে মত্ত"!
আমের মামাতো ভাই আমলকী-আমড়া
আমরুলও পর নয়, জামরুল ও জামরা!
আমচুর, আম-আদা, আম-হলুদ, আমশি
আমেদেরই আত্মীয়, বলে গেল রাম শী!
যেখানেই যাও ভাই আমতলা-আমতা
জ্ঞানী-গুণী পড়ে শুনি আমেদেরই নামতা!
আমাকে আমল দিয়ে আমোদিত আমলা
আমদানি করে আম রাখে ভ'রে গামলা!
আম্র-রসাল-চূত, মাকন্দ-সহকার
কহো-কহো, সুন্দর এ নামগুলো কহো কার!
দশেরি গোপালভোগ, বোম্বাই ও ফজলি
দিন-রাত খেয়ে মাত, সকলেই মজলি!
চৌসা-বেগুনফুলি, তোতাফুলি-ল্যাংড়া
পেলে সুখে হাসি-মুখে নাচে বুড়ো-চ্যাংড়া!
কোহিতুর-সরিখাস, রানি-আলফানসো
সব্বাই চায় ভাই ছেড়ে মাছ-মাংস!
হিমসাগরের স্রোতে যাই ভেসে সকলে
'রাজা'র শিরোপা তাই আমোদেরই দখলে!
আম নিয়ে কত 'বাত' ঝাড়ি বসে দিন-রাত
আম-আম করে শেষে হবে রোগ ' আমবাত '!
Comments :0