সেপ্টেম্বর মাসে আইএসএল শুরুর আগেই হতে চলেছে বাঙালির বড়ম্যাচ।
এই মরশুমে এখনো পর্যন্ত কলকাতা লিগে একটি ডার্বি ম্যাচ হয়েছে। তবে সেই ম্যাচে দুই প্রধানের সেরা খেলোয়াড়রা না থাকায় আগ্রহ প্রকাশ করেননি সমর্থকেরা। ডার্বির ইতিহাসে সবথেকে কম সংখ্যক মানুষ এসেছিলেন এই ম্যাচে । ১৮ ই আগষ্ট ডুরান্ড ডার্বিও বাতিল হয়েছিল। কিন্তু এইবার প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে দুই প্রধানের। সেপ্টেম্বর মাসের ২ তারিখে অনুষ্ঠিত হতে কলকাতা ডার্বি । তবে এইবার কোলকাতায় নয় ডার্বি হতে চলেছে উত্তরপ্রদেশের লখনউয়ের কে ডি সিং স্টেডিয়ামে। এটি মূলত একটি চ্যারিটি ম্যাচ হতে চলেছে। ম্যাচের পর উত্তরপ্রদেশের ৭৫ টি জেলায় প্রায় ২১ হাজার স্কুলে প্রায় ৯৬ হাজার ফুটবল বিতরণ করা হবে সরকারের পক্ষ থেকে । ফেডারেশন কর্তা কল্যাণ চৌবে কিছুদিন আগেই এই বিষয়ে বৈঠক সেরেছেন উওরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের সাথে। এই ম্যাচে সম্ভবত দুই প্রধানের সেরা খেলোয়াড়রা খেলতে চলেছেন। ভারতীয় ফুটবলে যে কোনো ধরনের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে ইষ্ট মোহনের ডার্বি ম্যাচ যে আজও প্রাসঙ্গিক তা বারংবার প্রমাণিত হচ্ছে ।
Comments :0