Left Front Rally

সাম্প্রদায়িকতা বিরোধী মিছিল শিলিগুড়িতে

জেলা

‘বিজেপি’র ঘৃণা ও বিদ্বেষের রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠুন’ এই স্লোগানকে সামনে রেখে বামফ্রন্টের আহ্বানে সাম্প্রদায়িকতা বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শিলিগুড়িতে বাঘাযতীন পার্কের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিলটি কোর্টমোড়, হাসপাতাল মোড়, ভেনাসমোড় হয়ে হিলকার্ট রোড ধরে সেবক মোড় থেকে এগিয়ে এয়ারভিউ মোড়ের সামনে এসে শেষ হয়। মিছিলে ছিলেন সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য জীবেশ সরকার, সিপিআই(এম) দার্জিলিঙ জেলা সম্পাদক সমন পাঠক, পার্টি নেতা অশোক ভট্টাচার্য, জয় চক্রবর্তী,  আরএসপি’র বিকাশ সেন রায়, তাপস গোস্বামী, সিপিআই’র অনিমেষ ব্যানার্জি, ফরওয়ার্ড ব্লকের অনিরুদ্ধ বোস প্রমুখ। মিছিল শুরুর আগে বাঘাযতীন পার্কের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জেলা বামফ্রন্ট নেতৃত্ব। 
নেতৃবৃন্দ বলেন, ৬ডিসেম্বর ভারতবর্ষের গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার পক্ষে একটা কালো দিন। ১৯৯২ সালের এই দিনেই ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে সবচাইতে বড় আঘাত হানা হয়েছিলো। দেশ জুড়ে জাত পাত ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজিত করার নোংরা রাজনীতি চলছে। হিন্দুত্বের নাম করে দেশকে আম্বানি আদানি কর্পোরেটদের হিন্দুত্বের রাষ্ট্রে পরিনত করতে চাইছে বিজেপি সরকার। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দেশব্যাপী আন্দোলনের অংশ হিসেবে দার্জিলিঙ জেলার শিলিগুড়িতে এই প্রতিবাদ ও ধিক্কার মিছিল অনুষ্ঠিত হচ্ছে। আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ এবং তাদের রাজনৈতিক দল বিজেপি সাড়ে চারশো বছরের পুরোনো বাবরি মসজিদ ধ্বংস করে দিয়ে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিনত করার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছিলো। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ কাঠামোকে আক্রমণ করেই আরএসএস বিজেপি ক্ষমতা দখল করার জন্য ষড়যন্ত্রকে ক্রমাগত প্রসারিত করেছে। নানা ভাষা ধর্ম ও সংষ্কৃতির একটা মিলনক্ষেত্র এই ভারতবর্ষ। গণতন্ত্র রক্ষার লড়াইকে তীব্র করে তোলার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তারা। 

Comments :0

Login to leave a comment