কালীগঞ্জে তৃণমূলের বিজয় উল্লাসে ছোট্ট শিশু তামান্না খাতুনের মৃত্যু, সাউথ কলকাতা ল’ কলেজের ছাত্রীকে তৃণমূল নেতাদের দ্বারা দলবেঁধে ধর্ষন, শিলিগুড়ি শহরে ক্রমাগত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গত ৯ জুলাই সাধারণ ধর্মঘটে রাজ্য জুড়ে পুলিশের ভূমিকার প্রতিবাদে ও রাজ্য জুড়ে তৃণমূলের গুন্ডামির বিরুদ্ধে সোচ্চার হোন এই স্লোগানকে সামনে রেখে ধিক্কার মিছিল করলো ছাত্র, যুব ও মহিলারা। শনিবার দুপুরে ডিওয়াইএফআই, এসএফআই ও সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি দার্জিলিঙ জেলা কমিটির যৌথ উদ্যোগে ধিক্কার মিছিল হয়। অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে ধিক্কার মিছিল শুরু হয়ে মিছিলের সমাপ্তি হয় শিলিগুড়ি থানার সামনে। এরপর শিলিগুড়ি থানার গেটের সামনে বেশ কিছু সময় বিক্ষোভ প্রদর্শন করা হয়। এরপর শিলিগুড়ি থানায় দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি দিতে ভেতরে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয় ছাত্র যুব মহিলাদের। বেশ কিছু সময় বাগবিতন্ডা চলার পরে ছাত্র যুব মহিলা প্রতিনিধিদের থানার ভেতরে ঢুকতে দিতে বাধ্য হয় পুলিশ। পরে নয় জনের প্রতিনিধি দল শিলিগুড়ি থানার ভেতরে গিয়ে থানার আধিকারিকের হাতে রাজ্যের বর্তমান উদ্বেগজনক পরিস্থিতি, দার্জিলিং জেলা সহ শিলিগুড়ি শহরের আইনশৃঙ্খলার অবনতির বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহনের দাবি সহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি তুলে দেন। প্রতিনিধি দলে ছিলেন সাগর শর্মা, অভিজিৎ চন্দ, মনি থাপা, রত্না চৌবে, তানিয়া দে, মধুমিতা দে, বাবলি খাতুন, অঙ্কিত দে, গৌরব ঘোষ ও সম্রাট সাহা।
প্রসঙ্গত গত এক মাসেরও বেশি সময় ধরে শিলিগুড়ি শহর ও তার সংলগ্ন বিভিন্ন এলাকার পরিস্থিতিতে উদ্বেগের সৃষ্টি হয়েছে। শহর ও মহকুমা জুড়ে দুষ্কৃতীদের দৌরাত্ম্য ক্রমবর্ধমান। ধর্মীয় মেরুকরনের মাধ্যমে কিছু সংগঠন ও মানুষ পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় পুলিশী ভূমিকা গ্রহণের দাবিও জানানো হয়েছে।
Rally in Siliguri
ছাত্র যুব মহিলাদের ধিক্কার মিছিল শিলিগুড়িতে

×
Comments :0