১৩ জুলাই কাশ্মীরে শহীদ দিবস ঘোষণার আবেদন জানিয়ে রাজ্যপাল এবং রাজ্য প্রশাসনকে চিঠি দিল ন্যাশেনাল কনফারেন্স। চিঠিতে উল্লেখ করা হয়েছে ১৯৩১ সালে সংগ্রামের কথা মাথায় রেখে ওই দিন রাজ্যের শহীদ দিবস এবং ছুটি ঘোষণা করার জন্য।
৩৭০ ধারা বাতিল করার পর ২০২০ সালে ১৩ জুলাই শহীদ দিবস এবং শেখ আব্দুল্লার জন্মদিনের দিন ছুটি বাতিল করে রাজ্য প্রশাসন।
১৩ জুলাই ১৯৩১ সালে ২২ জন কাশ্মীরের সাধারণ মানুষ রাজতন্ত্র শেষ করে গণতন্ত্র ফেরানোর দাবিকে সামনে রেখে যেই আন্দোলন হয়েছিল তাতে শহীদ হন। ওই আন্দোলনের জেরে রাজ্যে নির্বাচন ঘোষণা করতে বাধ্য হন তৎকালিন রাজা হরি সিং। ১৯৩৪ সালে কাশ্মীরে প্রজা সভা গঠিত হলেও একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিজের প্রভাব খাটাতেন রাজা।
এক বিবৃতিতে, ন্যাশনাল কনফারেন্স শহীদ দিবসের গুরুত্ব এবং ন্যায়বিচার, সমাতা এবং গণতান্ত্রিক অধিকারের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তাদের কথা তুলে ধরেছে।
প্রতি বছর কাশ্মীরের শাসক দল ১৩ জুলাই শহীদদের স্মরণে একটি সভার আয়োজন করে। এবার সেই সভায় বক্তব্য রাখতে পারেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমার আবদুল্লা। সভা আগে প্রতিবছর শহীদদের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানের আয়োজন করেন তারা।
পিডিপি এবং আপনি পার্টির মতো অন্যান্য আঞ্চলিক দলগুলি ১৩ জুলাই শহীদ দিবস পালনের ঘোষণা করেছে।
Comments :0