Murshidabad death

পুলিশি বর্বরতায় ডোমকলে নিহত বামপন্থী কর্মী

রাজ্য

কমরেড আনারুল ইসলাম।

পুলিশি বর্বরতায় প্রাণ হারালেন মুর্শিদাবাদের ডোমকলের বামপন্থী আন্দোলনের কর্মী কমরেড আনারুল ইসলাম। মঙ্গলবার বহরমপুরে কৃষক, খেতমজুর সংগঠনগুলির ডাকা আইন অমান্য কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। আন্দোলনকারীদের উপর হিংস্র ভাবে ঝাঁপিয়ে পড়ে পুলিশ। নিয়ম নীতির তোয়াক্কা না করেই কৃষক, খেতমজুর সহ শ্রমজীবী জনতার উপর লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসের শেল ছোঁড়া হয়। কাঁদানে গ্যাসের বিষাক্ত ধোঁয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন কমরেড আনারুল ইসলাম। সোমবার রাত ১০টা নাগাদ তিনি প্রাণ হারান।

জেলার সিপিআই(এম) নেতৃত্ব জানিয়েছেন, ডোমকলের সারাংপুর অঞ্চলের সাহাবাজপুর গ্রামের বাসিন্দা কমরেড আনারুল ইসলাম। টিয়ার গ‍্যাসের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায়
ডোমকল মহকুমা  হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

কিন্তু সন্ধ্যাবেলা থেকে তাঁর অবস্থার  আরও অবনতি হলে তাঁকে বহরমপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। বহরমপুর আসার পথেই রাত ১০ টা নাগাদ কমরেড আনারুল ইসলামের মৃত্যু হয়।

Comments :0

Login to leave a comment