Sujan Chakrabarty Palashi

বাংলাকে বাঁচাতে পারে বামপন্থীরাই: পলাশিতে সুজন চক্রবর্তী

রাজ্য জেলা বাংলা বাঁচাও যাত্রা

পলাশিতে বক্তব্য রাখছেন সুজন চক্রবর্তী।

বাংলাকে সর্বনাশ থেকে রক্ষা করতে পারে একমাত্র বামপন্থীরা। তৃণমূলকে ঠেকাতে গিয়ে যাঁরা বিজেপি-কে ভোট দিয়েছিলেন তাঁরা ডবল ঠকেছেন। লালঝান্ডার বিকল্প নেই।
বৃহস্পতিবার ‘বাংলা বাঁচাও যাত্রা’-র অংশ হিসেবে পলাশিতে জনসভায় একথা বলেছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। 
পূর্বতন বামফ্রন্ট সরকার প্রসঙ্গে বলেন চক্রবর্তী। তিনি বলেন, বামফ্রন্ট সরকার আসার আগে গ্রামবাংলায় রাস্তাঘাটের অবস্থা ভয়াবহ ছিল। চটি মাথায় করে হাঁটতে হতো। জুতো পড়ে চলার মতো রাস্তা গ্রামবাংলায় ছিল না। সেই রাস্তা বদলেছে বামফ্রন্ট সরকার। বিদ্যুত ছিল না গ্রামের ঘরে। সেই সময়ে মুখ্যমন্ত্রী জ্যোতি বসু রাইটার্স থেকে বললেন গ্রামের মানুষের কাছ পৌঁছে দিতে হবে বিদ্যুত। সেই কাজ করেছে পূর্বতন বামফ্রন্ট সরকার।
চক্রবর্তী বলেন,  ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে থাকা বাংলা বেছে নিয়েছিল বামপন্থীদের। ১৯৭৭ সালে আসীন হয়েছিল বামফ্রন্ট সরকার। কৃষির বিকাশের সঙ্গে শিল্পের বিকাশের দিক এগচ্ছি রাজ্য। ষড়যন্ত্র হলো। সরকার বদলে গেল। পরিবর্তনের স্লোগান উঠল। তৃণমূল সরকারের এল। আজ সেই মানুষই প্রশ্ন তুলছেন, কোন সরকার। দুর্নীতি, দুষ্কৃতীরাজের হাঁফিয়ে উঠেছেন বাংলার মানুষ। বলছেন পরিত্রাণ চাই।
চক্রবর্তী বলেন, ঠিক তখনই বলা হলো তৃণমূলকে বদলাতে চাইলে বিকল্প বিজেপি। মানুষ বিজেপি-কে ভোট দিলেন। প্রথমে তৃণমূলকে ভরসা করে ঠকেছিলেন। তারপর বিজেপি-কে ভোট দিয়ে মানুষ বুঝেছেন ডবল ঠকে গিয়েছেন। ধ্বংস হয়ে যাচ্ছে সম্প্রীতি, বাংলার ঐক্য। ধ্বংস হচ্ছে বাংলার ভবিষ্যৎ। বাংলাকে সর্বনাশের দ্বারপ্রান্তে যেতে দিতে আমরা রাজি না। 
চক্রবর্তী বলেন, তৃণমূল টেট-এসএসসি’র বারোটা বাজিয়েছে। স্কুলে কারা শিক্ষকের চাকরি পাবেন সেই তালিকার বদলে কাদের চাকরি চলে যাবে সেই তালিকা করতে হচ্ছে। অপদার্থ দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার। ক্ষতি হচ্ছে আমাদের সকলের। ক্ষতি হচ্ছে শ্রমিক, কৃষক, দোকানদার, সাধারণ মানুষের। তাঁদের ঘরের ছেলেমেয়েদের শিক্ষার সর্বনাশ হচ্ছে। আমরা রুখে দাঁড়াবো। তৃণমূল এবং বিজেপি-কে রুখতে হবে। 


তিনি বলেন, সন্তানের বাবা বা মা, সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রয়েছে। একমাত্র ভবিতব্য কি ভিনদেশে পাড়ি দেওয়া? 
‘বাংলা বাঁচাও যাত্রা’ কেবল সিপিআই(এম) বা বামপন্থীদের কেবল নয়। বাংলার মানুষের। আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষাকে বাঁচাতে বামপন্থীরা ছাড়া আর কেউ পারবে না। লালঝান্ডার বিকল্প নেই।  
সভায় ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, পলিট ব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টাচার্য, কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি, নদীয়া জেলা সম্পাদক মেঘলাল শেখ, রাজ্য কমিটির সদস্য অলকেশ দাশ, শতরূপ ঘোষ সহ নেতৃবৃন্দ।

Comments :0

Login to leave a comment