voter aadhaar not compulsory

ভোটার কার্ডে আধার-যোগ স্বেচ্ছায়

জাতীয়

voter aadhaar not compulsory

ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বর যুক্ত না করলেও সমস্যা নেই। ভোটার তালিকা থেকে কেউ বাদ পড়বেন না। তবে কেউ চাইলে স্বেচ্ছায় ভোটার পরিচিতিপত্রের সঙ্গে আধার নম্বরের সংযোগ করতে পারেন। লোকসভায় প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু শুক্রবার একথা জানিয়েছেন। প্রসঙ্গত, নির্বাচন কমিশন এ বছর ১ আগস্ট থেকে বর্তমান এবং ভবিষ্যৎ ভোটারদের আধার নম্বর সংগ্রহের উদ্যোগ নিয়েছে। রিজিজু বৃহস্পতিবার রাজ্যসভায় জানান, প্রায় ৯৫ কোটি ভোটারের মধ্যে ৫৪ কোটি আধার নম্বর ‘লিঙ্ক’ করেছেন। তরপরই এদিন প্রশ্ন ওঠে, যাঁরা ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বর যোগ করছেন না, তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে কি না।

Comments :0

Login to leave a comment