সন্ধ্যা সাতটা। মহিলাদের লম্বা লাইন। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের একটি বুথে এমনই ছবি দেখা যাচ্ছে।
রাত একটাতেও বদলালো না ছবি। ভোট মিটছে না রাত একটার পরও। হিসেব মতো ৯ জুলাইও চলল ভোট।
আবার বসিরহাটে ভোট লুটের পর ক্ষোভে রাস্তা অবরোধ করেছে জনতা। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল বিধায়কের নেতৃত্বে ভোট লুট হয়েছে। রাস্তা অবরোধে নেতৃত্ব দেয় সিপিআই(এম)।
নন্দকুমারে ওই বুথ সংলগ্ন এলাকার বাসিন্দাদের ক্ষোভ , অন্তত তিনটি কম্পার্টমেন্ট থাকার দরকার ছিল। তার বদলে ২টো মাত্র কম্পার্টমেন্ট। ফলে ভোট নিতে দেরি হচ্ছে।
এই বুথে ভোটারের সংখ্যা ১ হাজার ২৭৮। এ পর্যন্ত ভোট পড়েছে ৬৩০। এখনও পাঁচশোর বেশি মানুষ ভোট দেবেন। অন্তত দশটা বাজবে ভোটদান পর্ব শেষ হতে।
এই বুথের সামনেও এদিন তৃণমূল কংগ্রেস জটলা করার চেষ্টা করেছে। তবে তাতে জনতা দমে যাননি। নিজেদের অধিকার রক্ষার অদম্য উৎসাহ রয়েছে। মহিলাদের পাশাপাশি পুরুষদের অনেকেও এখনও ভোট দেননি। তবে কুপন নিয়ে রেখেছেন।
পূর্ব মেদিনীপুরে বিভিন্ন এলাকায় তৃণমূলের হুমকি রুখে রাস্তায় নামতে দেখা গিয়েছে জনতাকে। সিপিআই(এম) বলেছে, জনতার পঞ্চায়েত গড়ার আগ্রহ স্পষ্ট। পঞ্চায়েতে লাগাতার দুর্নীতিতে ক্ষোভ রয়েছে।
এদিন বসিরহাট-১ ব্লক জুড়ে ছাপ্পা ভোট হয়েছে। সিপিআই(এম) নেতৃবৃন্দ বলেছেন, সন্ত্রাসের প্রতিবাদ জানাতে বিডিও’কে ঘিরে ধরে বিক্ষোভ হয়েছে। ভোট লুটের প্রতিবাদে মিছিল বসিরহাটে। পরে রাস্তা অবরোধও হয়। অবরোধ তুলতে এলে পুলিশকে ঘিরে ধরে হয় বিক্ষোভ।
বসিরহাটে বিক্ষোভ ভোটলুটের প্রতিবাদে।
Comments :0