Mamata Hingalganj

নিজের চিত্রনাট্যে নাটক মুখ্যমন্ত্রীর, প্রতিক্রিয়া সুজন চক্রবর্তীর

রাজ্য

‘‘মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও যদি শীতবস্ত্র বিলি না হয় তা’হলে তাঁকেই বুঝতে হবে কী হারে লোপাট হচ্ছে। উনি সব বোঝেন। আসলে নিজের চিত্রনাট্যে তিনি নাটক করছেন।’’  
হিঙ্গলগঞ্জে সরকারি মুখ্যমন্ত্রীর সভায় ‘আধিকারিক ভর্ৎসনা’ প্রসঙ্গে এই প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তিনি বলেছেন, ‘‘ডিএম, বিডিও সবাই অসৎ। যেন উনি (মুখ্যমন্ত্রী) একমাত্র সাধু। উনি ধরা পড়ে গিয়েছেন, বিব্রত হচ্ছেন। মঞ্চে যা হচ্ছে তা ভয়ের প্রতিফলন।’’ 

 

  


মঙ্গলবার হিঙ্গলগঞ্জে সরকারি সভা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তৃণমূল নেত্রীর সভায় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি স্পষ্ট ছিল। জনতার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পনেরো হাজার শীতবস্ত্র সঙ্গে করে এনেছি। আমি তিনদিন ধরে কিনেছি।’’ এরপর আধিকারিকদের দিকে ঘুরে প্রশ্ন করেন, ‘‘শীতবস্ত্র কোথায় গেল?’’ আধিকারিকের বক্তব্য শুনে তিনি ফের বলেন, ‘‘বিডিও দপ্তরে পড়ে থাকবে কেন? ঠিক আছে পরে ক্যাম্প করে বিলি হবে। কিন্তু আমি চেয়েছিলাম এখান থেকে কিছু বিলি করতে।’’  
মুখ্যমন্ত্রী আধিকারিকদের বকাঝকা করার সময় জনতাকে সোল্লাসে চিৎকার করতে দেখা যায়। একাংশের মত, প্রশাসনের ওপর মানুষ কতটা খাপ্পা ধরা পড়ে যাচ্ছে। এর মধ্যেই নাটকীয় ভঙ্গিতে মমতা ঘোষণা করেন, ‘‘যতক্ষণ না শীতবস্ত্র আসছে আমি বসে থাকব।’’ 


চক্রবর্তী সংবাদমাধ্যমের প্রশ্নে বলেন, ‘‘নিজের অপরাধ যাতে ধরা পড়ে না যায় তার জন্য নাটক করছেন।’’ আয়োজন নিয়ে তাঁর মন্তব্য, ‘‘শীতবস্ত্রের জন্য যত না খরচ সভার জন্য তো খরচ অনেক বেশি। হেলিকপ্টার, হেলিপ্যাড, প্যান্ডেল, খাওয়াদাওয়ার বিশাল খরচ। এ তো ঢাকের দায়ে মনসা বিক্রি!’’  
হিঙ্গলগঞ্জের সামসেরনগরের মঞ্চে শেষে কিছু কম্বল চাদর সোয়েটার এল‌। এক হাজার মহিলাকে তা বিলি করলেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রতিশ্রুতি, দলের মন্ত্রী বিধায়কদের রেখে বুধবার ক্যাম্প বসিয়ে বাকি ১৪ হাজার বিলি করা হবে। প্রয়োজনে আরও ৫ হাজার শীতবস্ত্র কিনে আনা হবে‌। সবাই পাচ্ছে কিনা নজর রাখা হবে।’’  
 

Comments :0

Login to leave a comment