Migrant Worker Dies

চেন্নাইয়ে মৃত্যু নানুরের পরিযায়ী শ্রমিকের

জেলা

ফের ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে নানুরের যুবকের মৃত্যু। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে ঢলে পরলো চেন্নাইয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কর্মরত নানুরের যুবক পরিমল হাজরা(৩০)। পরিবারের মুখে দুমুঠো অন্ন যোগাতে আট বছর ধরে চেন্নাইয়ের কাঞ্জিপুরম এলাকায় গিয়েছিলেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, নানুরের জুবুটিয়া গ্রামের বাসিন্দা ক্ষেতমজুর রঞ্জিত হাজরার দুই ছেলের ছোটো ছেলে পরিমল। বাবা দাদার অভাবের সংসারের হাল ধরতে গত আট বছর ধরে চেন্নাইয়ের কাঞ্জিপুরম এলাকায় আর ডি টম বক্স নামক কোম্পানিতে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে দাশটা সময় কর্মস্থলে শারীরিক অসুস্থতা বোধ করলে কাজে ছুটি নিয়েই স্থানীয় হাসপাতালে যান চিকিৎসার জন্য। হাসপাতালে পৌঁছেই সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সেখানকার একজন নানুরের বাড়িতে খবর দেন। এই খবর পেয়ে পরিবারের লোকজন ওই জায়গায় কর্মরত গ্রামের অন্যান্য ছেলেদের জানায়।
এই খবর পেয়ে পরিমল হাজরার বাড়িতে সিপিআই(এম) ও সিআইটিইউ নেতৃত্বরা পৌঁছান। পরিযায়ী শ্রমিক ইউনিয়ন (ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার অ্যাসোসিয়েশন)’র রাজ্য নেতৃত্বের মাধ্যমে চেন্নাই সিআইটিইউ নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে মৃতদেহ এম্বুলেন্সে গ্রামের বাড়িতে আনার ব্যবস্থা করা হয়।
পরিযায়ী শ্রমিকদের এইরকম আকস্মিক মৃত্যুতে রাজ্যের শাসক দল ও রাজ্য সরকারের দায়িত্ব হীনতা এবং ওই শ্রমিকের পরিবারের প্রতি দায় বদ্ধতা নিয়ে এই সরকারের কোনো হেলদোল নেই বলে দাবি করেন নেতৃবৃন্দ। নানুরের সিআইটিইউ নেতা সুদেব থান্দার ঘটনা প্রসঙ্গে শুক্রবার রাজ্য সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পরিবারের পাশে থেকে সর্বত্র ভাবে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

Comments :0

Login to leave a comment