Minor Girl Gang Raped

বারাবনিতে নবম শ্রেণির ছাত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ

রাজ্য জেলা

শৌচাগারে যাওয়ার সময় সাতজন এক নাবালক ছাত্রীকে তুলে নিয়ে যায়। অভিযোগ দলবেঁধে তাকে ধর্ষণ করে তারা। শুক্রবার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হলেও দু’জন পলাতক। এই ঘটনায় ক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা সেই সঙ্গে থানায় বিক্ষোভও দেখান তাঁরা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে , বারাবনী থানার অন্তর্গত একটি গ্রামে ১৫ বছরের তপসিলী জাতির নবম শ্রেণির এক ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাত্রে। ধর্ষনের অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। দুইজন পালিয়ে গেছে। অভিযুক্তরা সবাই বীরভূম জেলার বাসিন্দা। 
এই গ্রামে রক্ষাকালিরপুজো উপলক্ষে সাতদিন ব্যাপী মেলা চলছে। মেলায় পার্শ্ববর্তী বীরভূম জেলা থেকে অনেকে পসরা নিয়ে বসেছেন। কিশোরীটি রাত্রে শৌচাগারে গেলে তাকে সাতজন বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায়। বাড়ির লোকরা খোঁজ শুরু করেন। মেলা কমিটিকেও জানানো হয়। পরে তাকে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করা হয়। নিগৃহীতার পিতা বারাবনী থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে। বাকি দুইজনের সন্ধান চালাচ্ছে। এসিপি ( হীরাপুর) ঈশিতা দত্ত বলেন, নবম শ্রেণীর পড়ুয়া এক ছাত্রী নির্যাতনের শিকার হয়েছে। পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পীড়িতাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই ওই নাবালিকা ছাত্রীর মেডিক্যাল পরীক্ষা করা হবে। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছে পুলিশ। তদন্ত চলছে।

Comments :0

Login to leave a comment