ISL Press Conference

আই লিগ জিতে আইএসএল খেলার আনন্দই আলাদা, বলছেন মহামেডান কোচ

খেলা

বুধবার আইএসএল’র সাংবাদিক সম্মেলন।

আই লিগ জিতে প্রথম আইএসএল খেলবে মহামেডান স্পোর্টিং। আর দলের কোচ বলছেন এই আনন্দ একেবারেই আলাদা। 
বুধবার আইএসএল’র প্রেস কনফারেন্সে ছিল প্রতিযোগী সব দলই। 
ছিল এই মরশুমে আই লিগ জয়ী বাংলার তৃতীয় প্রধান ও আইএসএল’র নতুন সদস্য মহামেডান স্পোর্টিং ক্লাব। মহামেডান কোচ আন্দ্রে চেরিশনভের সঙ্গে এসেছিলেন সামাদ আলি মল্লিক ও জোসেফ। 
আন্দ্রে জানালেন যে, আই লিগ জয় করে আইএসএল-এ আসার আনন্দটাই ভিন্ন। বাংলা ফুটবলের আবেগের ব্যাপারে বলতে গিয়ে সামাদ আলি মল্লিক জানালেন এই বছর দু’টি বড় ম্যাচের জন্য এখন থেকেই তৈরি হচ্ছে দল। কিন্তু আপাতত তাদের লক্ষ্য ১৬ তারিখের নর্থইস্ট ম্যাচ । 
বুধবার নিউ টাউনের একটি হোটেলে আইএসএলের সাংবাদিক সম্মেলনে মহামেডান, নর্থইস্ট, পাঞ্জাব এফসি, জামশেদপুর, ওড়িশা, ইস্টবেঙ্গল ও মোহনবাগান মিলিয়ে মোট ৭টি দলের খেলোয়াড় ও কোচেরা। 
নর্থইস্ট দলের কোচ জুয়ান জানালেন ডুরান্ডের জয় ভুলে সম্পূর্ণভাবে আইএসএলে মন দিতে চায়। আপাতত প্রতিপক্ষ বাংলার তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিংকে নিয়েই বেশি চিন্তিত। কারণ অজানা প্রতিপক্ষ সবসময়ই ভয়ংকর। 
এই মরশুমের আইএসএলের একমাত্র ভারতীয় কোচ খালিদ জামিল তাঁর দল জামশেদপুর এফসি সম্পর্কে জানালেন যে গত মরশুমের মতো ভুল যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করবেন। আরো ভালো পারফরম্যান্স করবেন, যাতে আরো বেশি ভারতীয় কোচেরা সুযোগ পান। গত মরশুমে জামশেদপুর ম্যানেজমেন্ট দলের প্লেয়ার সাবস্টিটিউটের একটি ভুলের জন্যই মুম্বই ম্যাচ জিতেও পয়েন্ট কেটে নেওয়া হয়। 
অনুষ্ঠানে ঘোষণা করা হয় যে নতুন মরশুমে নতুন ম্যাচ বল আসবে আইএসএল-এ। 
মোহন কোচ মলিনার সাথে এসেছিলেন পেট্রাটস, সুহেল ভাট, কামিংস এবং আশিক কুরুনিয়ান। মলিনা জানালেন যে, জেমির চোট এখনো না সারায় সম্ভবত প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে অনুপস্থিত থাকবেন তিনি। তিনি জানালেন যে ডুরান্ড কাপের হার ভুলে সামনের দিকে তাকাতে চাইছেন । 
সবশেষে ইস্টবেঙ্গলের হয়ে এসেছিলেন কোচ কার্লোস কুয়াদ্রাত।  ফুটবলার হেক্টর, সৌভিক ও ক্লেটন সিলভা। ট্রেভর জেমস মর্গ্যানের পর তার সময়েই আবারো একবার এএফসি কাপে সুযোগ পাওয়ায় নিজেদেরকেই কিছুটা এগিয়ে রাখলেন কার্লোস। দল পরিবর্তনের চাপ  সম্পর্কে হেক্টর জানালেন সব ফুটবলারই যে সব চাপের মধ্যে দিয়ে যায়, তিনিও সেই চাপের মধ্যে দিয়েই যাচ্ছেন। ডার্বি প্রসঙ্গে কার্লোস জানালেন তারা মোহনবাগানকে ফেস করার জন্য একদমই তৈরি । আনোয়ার আলির সম্পর্কে প্রশ্ন করা হলে বেশ কয়েকটা প্রশ্ন এড়িয়ে যান। দল জুনিয়র প্লেয়ারদের আরো বেশি করে সুযোগ দিতে চায়। 

Comments :0

Login to leave a comment