বিজেপি বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’-তেই আছেন। সংশয় কাটাতে সংবাদমাধ্যমে জানিয়ে দিলেন ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ওমর আবদুল্লা। তিনি বলেছেন পূর্বতন জম্মু ও কাশ্মীরের তিনটি আসন বিজেপি’র হাতে। বিজেপি’কে পরাজিত করতে আলোচনার দরজা খোলা রয়েছে।
বৃহস্পতিবার ন্যাশনাল কনফারেন্সকে ঘিরে সংশয় ছড়ায় দলের প্রবীণ নেতা এবং ওমরের পিতা ফারুক আবদুল্লার মন্তব্যে। এক প্রশ্নে তিনি বলেন, এক লড়তে তৈরি ন্যাশনাল কনফারেন্স। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয় যে ‘ইন্ডিয়া’ ছাড়ছে ন্যাশনাল কনফারেন্স। এমনকি ফারুক আবদুল্লার সঙ্গে বিজেপি যোগাযোগ করেছে বলেও খবর ছড়ানো হয়।
এই সম্ভাবনা নাকচ করে দেন ওমর আবদুল্লা। সন্ধ্যায় তিনি বলেন, ‘‘স্পষ্ট করে দিতে চাই যে আমরা ‘ইন্ডিয়া’-তে ছিলাম এবং আছি। তবে ফারুক আবদুল্লা যা বলেছেন তা আসলে দলেরই কর্মীদের মনোভাবের প্রতিফলন। প্রয়োজনে একা লড়তে তৈরি কর্মীরা।’’
এরপরই ওমরের সংযোজন, ‘‘বড় কোনও উদ্দেশ্যে পৌঁছাতে গেলে ছোট ত্যাগ করতে হয়। আলোচনার রাস্তা খোলা রয়েছে। লক্ষ্য বিজেপি’কে পরাজিত করা।’’
পূর্ণ রাজ্য জম্মু ও কাশ্মীর থেকে লাদাখকে ভেঙে দু’টি এলাকাকে কেন্দ্রশাসিত অঞ্চল করেছে বিজেপি। পুরনো ভূগোলে রাজ্যে ৬টি আসন। ওমর বলেছেন, ‘‘তিনটি আসন ‘ইন্ডিয়া’-র কাছেই আছে। আলোচনা হতে পারে অন্য তিনটি আসন নিয়ে। লাদাখ, জম্মু ও উধমপুর বিজেপি’র হাতে। কংগ্রেসের সঙ্গে এখনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি, তবে কিছু কথাবার্তা হয়েছে।’’
Comments :0