Dhupguri

আগুনে ভস্মীভূত প্রায় সাড়ে তিন বিঘা ধান, দিশেহারা ধূপগুড়ির কৃষক পরিবার

জেলা

ধূপগুড়ি মহকুমার সাঁকোয়াঝরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর গোসাইরহাটে রহস্যজনক আগুনে প্রায় সাড়ে তিন বিঘা জমির ধানে আগুন লাগায় সর্বস্ব খুইয়ে অসহায় অবস্থায় এক কৃষক পরিবার। শুক্রবার ভোরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। সারা বছরের পরিশ্রমের ফসল চোখের সামনে ভস্মীভূত হওয়ায় গভীর সংঙ্কটে পড়েছে পরিবারটি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সবে মাত্র জমি থেকে কেটে আনা ওই ধান বাড়িতে মজুত করার জন্য রাখা হয়েছিল। গভীর রাতের অন্ধকারে আচমকাই সেই ধানের গাদায় আগুন ধরে যায়। শুক্রবার সকালে বাড়ির এক বৃদ্ধা ঘুম থেকে উঠে দেখতে পান, দাউদাউ করে জ্বলছে ফসলের স্তূপ। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলেও ততক্ষণে আগুন পুরো ক্ষেতের ফসল গ্রাস করে নেয়।
​স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই জমির ধানই ছিল পরিবারের সারা বছরের প্রধান সঞ্চয়। আগুনে সবটাই ভস্মীভূত হয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। আগামী দিনগুলি কীভাবে চলবে, তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারটি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ততক্ষণে ক্ষতি যা হওয়ার হয়ে গেছে।
​ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য শিবেন রায় সরাসরি দুষ্কৃতীদের দিকে আঙুল তুলেছেন। তিনি অভিযোগ করে বলেন, "রাতের অন্ধকারে কে বা কারা হিংসা করে এই জঘন্য কাজ করেছে। আমাদের সর্বস্ব শেষ করে দিলো। আমরা এই ঘটনার উপযুক্ত তদন্ত চেয়ে পুলিশের দ্বারস্থ হব।"
​এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ।

Comments :0

Login to leave a comment