CITU

দিতে হবে নির্মাণ কর্মীদের সামাজিক সুরক্ষা

রাজ্য

মলয়কান্তি মণ্ডল ▫️ রানিগঞ্জ

নির্মাণকর্মীদের কর্মক্ষেত্রে কাজের নিশ্চয়তা,  সামাজিক সুরক্ষা, সম্মানজনক মজুরি ও সমকাজে সমমজুরির দাবিকে জোরদার  করার শপথ নিয়ে কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন অফ ইণ্ডিয়া পশ্চিমবঙ্গ কমিটির রাজ্য সাংগঠনিক কর্মশালা শেষ হল রবিবার।রানিগঞ্জের কয়লা শ্রমিক ভবনে  সংগঠনের রাজ্য সভাপতি দেবাঞ্জন চক্রবর্তী নির্মাণকর্মী সংগঠনের পতাকা উত্তোলন  ও বংশগোপাল চৌধুরী সিআইটিইউ'র পতাকা উত্তোলন করে কর্মশালার সূচনা হয়েছিল শনিবার।কর্মশালায় রাজ্যের ২০ টি জেলা থেকে ১১০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন । কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন অফ ইণ্ডিয়া পশ্চিমবঙ্গ কমিটির রাজ্য সাংগঠনিক কর্মশালায় স্বাগত ভাষণে সিআইটিইউ পশ্চিম বর্ধমান জেলা সাধারণ সম্পাদক বংশগোপাল চৌধুরী বলেন, উদার অর্থনীতির কারণে দেশের শিল্প-কারখানায় কালো ছায়া নেমে এসেছিল। পরবর্তী সময়ে বিজেপির কর্পোরেট তোষণের ফলে দেশের শিল্পকারখানা আম্বানি আদানিদের হাতে চলে যাচ্ছে। সংগঠিত শ্রমিকের অধিকার বিপন্ন। নয়া শ্রমকোড চালু করে ট্রেড ইউনিয়নের অধিকার  কেড়ে নিতে চাইছে মোদী সরকার। রাজ্যে তৃণমূল পরিচালিত সরকার মোদী সরকারের পথেই শ্রমিক বিরোধী মনোভাব নিয়ে চলছে। সারা দেশের সাথে এরাজ্যেও সামাজিক সুরক্ষার দাবি তুলে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা লালঝাণ্ডা নিয়েই সংগঠিত হচ্ছেন। কেন্দ্রের শ্রমিক বিরোধী অন্দোলনে  সংগঠিত শিল্পের সাথে  অসংগঠিত শ্রমিকদের লড়াই তীব্র করতে হবে। এদিন  অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন শ্রমিকনেতা ও প্রাক্তন বিধায়ক রুনু দত্ত। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক প্রণব মজুমদার, রাজ্য সভাপতি দেবাঞ্জন চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির নেতা অর্ক রাজপণ্ডিত, সুকান্ত কোনার। নেতৃবৃন্দ অভিযোগ করেন,  বামফ্রন্টের সময় শ্রমিক কর্মচারীদের স্বার্থে যে সামাজিক প্রকল্প চালু হয়েছিল, তৃণমূল সেই প্রকল্পকে নিশ্চিহ্ন করে দিতে চাইছে। প্রতিনিধিরা তিনটি গ্রুপে আলোচনা করছেন।নারী শ্রমিকদের কর্মক্ষেত্রে যৌন হেনস্থার ভয়ঙ্কর অভিঙ্গতা তুলে ধরেন এবং পরিযায়ী শ্রমিকদের শোষণ-বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাথে নূন্যতম মজুরির দাবি  আলোচনায় উঠে আসে। নির্মাণ শ্রমিকদের অধিকার সুপ্রতিষ্ঠিত করতে সংগঠনকে শক্তিশালী করার শপথ নেন রাজ্যের নির্মাণকর্মীরা।

 

ছবি-   কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ কমিটির রাজ্য সাংগঠনিক কর্মশালায় প্রতিনিধির একাংশ। ছবি- মলয়কান্তি মণ্ডল।

Comments :0

Login to leave a comment