TMC Attack

বারাসাতে সশস্ত্র হামলায় পরেও গ্রেপ্তার হয়নি কেউ, হাপাতালে নেতৃবৃন্দ

রাজ্য

তৃণমূলী দুষ্কৃতী দ্বারা আক্রান্ত পার্টি নেতা আহমেদ আলী খান কে দেখতে বারাসাত হাসপাতালে রামচন্দ্র ডোম।

বারাসাত ২ বিডিও অফিসে এসআইআর’র নামে জনগনের হেনস্থার প্রতিবাদ করতে গেলে মঙ্গলবার তৃণমূল দুষ্কৃতীরা সিপিআই(এম) নেতা কর্মীদের ওপর সশস্ত্র হামলা চালায়। তূণমূলের হামলায় গুরুতর জখম হন সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য আহমেদ আলি খান সহ অনেকে। তাঁদের বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার তৃণমূলী দুষ্কৃতী দ্বারা আক্রান্ত আহমেদ আলি খানকে হাসপাতালে দেখতে এলেন পার্টির পলিট ব্যুরো’র সদস্য রামচন্দ্র ডোম, জেলা সম্পাদক পলাশ দাস সহ প্রমূখ নেতৃবৃন্দ। 
মঙ্গলবার বারাসত ২ ব্লক অফিসের বিডিও অফিসের সামনে এসআইআর’র শুনানির নামে সংখ্যালঘু সহ সাধারণ মানুষকে হয়রানির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেওয়ার কথাই তিনি বলছিলেন। তখন  তৃণমূল পরিচালিত দাদপুর গ্রাম পঞ্চায়েতের শিক্ষার কর্মাধ্যক্ষ আর্শেদ মল্লিক এবং তৃণমূলের ব্লক সভাপতি মনিরুল ইসলাম হুমকির তাঁকে হুমকি দেওয়ার পরেই সিপিআই(এম) নেতা কর্মীদের ওপর দলীয় পতাকা হাতে ঝাঁপিয়ে পড়ে তৃণমূলের ১০/১২ জন দুষ্কৃতী। এলোপাথারি কোদালের বাট দিয়ে মারধর করা হয়।  হামলায় আহমেদ আলি খানসহ ১০ জন পার্টি নেতা কর্মী আহত হন। তিনজন মহিলা কর্মীও রয়েছেন আহতদের মধ্যে। এই হামলার ঘটনায় এখনও প্রর্যন্ত পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেনি।
গতকাল বারাসত ব্লক ২ বিডিও অফিস বাগমান সাইবেরিয়ায় উর্ধিধারী পুলিশের সামনেই আহমেদ আলি খান আক্রান্ত হন তৃণমূলের দুষ্কৃতীদের হাতে। তাঁকে খুন করার উদ্দেশ্য নিয়েই তাঁর ওপর আক্রমণ করা হয়। তাঁর গায়ে, মাথায়, থুতনিতে, কোমরে একাধিক আঘাত লাগে। বারাসত হাসপাতালে ভর্তি আহমেদ আলি। তাঁকে দেখতে এদিন বারাসত হাসপাতালে পৌঁছান রামচন্দ্র ডোম। দ্রুত তাঁর আরোগ্য কামনা করেন এবং ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। 
এই হামলার ঘটনাকে ধিক্কার জানিয়ে ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন সিপিআই(এম) নৈহাটি এরিয়া কমিটির উদ্যোগে প্রতিবাদ মিছিল হয়। মিছিল নৈহাটি শহর পরিক্রমা করে। ছিলেন সিপিআই(এম) উওর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য দেবজিত ব্যানার্জি সহ প্রমুখ নেতৃবৃন্দ। তৃণমূলের দুষ্কৃতকারীদের বেপরোয়া মারধরের প্রতিবাদে বারাকপুরে মিছিল অনুষ্ঠিত হয়।

Comments :0

Login to leave a comment