প্রবীর দাস: হাড়োয়া
গ্রামের খেটে খাওয়া গরিব মানুষ, খেতমজুর, গ্রামীণ শ্রমজীবীদের জোট বাঁধার আহ্বান জানিয়ে শনিবার কমরেড যামিনী মণ্ডল ও কমরেড নারায়ণ মণ্ডল নগর (হাড়োয়া) এবং কমরেড বিমান সরদার, কমরেড লতিকা ঘোষ ও কমরেড বিনয় মণ্ডল মঞ্চে শুরু হল সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়ন উত্তর ২৪পরগনা জেলা ৩য় সম্মেলন।
শুরুতে পতাকা উত্তোলন, শহীদবেদিতে মাল্যদানের পর হাড়োয়া খাসবালন্দা থেকে খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবীদের মিছিল শুরু হয়। মিছিল শেষে ৯১ নং বাসস্ট্যান্ড এলাকায় প্রকাশ্য সমাবেশ হয়। পতাকা উত্তোলন করেন সংগঠনের জেলা সভাপতি সত্য কপাট। প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সভাপতি তুষার ঘোষ, সম্পাদক নিরাপদ সর্দার, বন্যা টুডু, শক্তি মুখার্জি, রাজু আহমেদ ও গণতান্ত্রিক আন্দোলনের নেতা পলাশ দাশ। সভাপতিত্ব করেন সত্য কপাট।
সমাবেশে নিরাপদ সর্দার বলেন, ২০১৪ সালের পর গরিবদের উপর বেশি আক্রমণ নামিয়ে এনেছে দিল্লির সরকার। মোদির আমলে বেশি বেকার বেড়েছে, বেশি নারী নির্যাতন হয়েছে, বেশি কৃষক আত্মহত্যা করেছে। জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। শ্রমজীবীদের কাজ কমেছে, অথচ মজুরি বাড়েনি। মমতা ব্যানার্জি এসব বিষয়ে চুপ।
সভায় তুষার ঘোষ বলেন, ট্রেনে বাসে তৃণমূলের বিরুদ্ধে মানুষ কথা বলছে। তীব্র ক্ষোভ মানুষের। ভোট দিতে পারলেই সরকার পাল্টে দেবে মানুষ। হাড়োয়ার পাশেই ভাঙড়। এই কিছু দিন আগে মিটিং করতে দিত না। এখন মানুষ বলছেন মিটিং করুন আপনারা। চারের 'ক' ফর্ম পূরণ করেছে সাড়ে আট লাখ মানুষ। কাজ চেয়ে তাঁরা মিছিলেও হেঁটেছে। তিনি আরও বলেন, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে হাইকোর্টের রায় মেনে ১০০দিনের কাজ শুরু করলো না। কেন গরিব মানুষ রাজ্য ছেড়ে ভিন রাজ্যে কাজ করতে যাবে?
সভায় বন্যা টুডু বলেন, খেটে খাওয়া মানুষের কথা বলে একমাত্র লালঝান্ডা। বামফ্রন্ট সরকার জমি দিয়েছিল। সেই জমি তৃণমূল কেড়ে নিয়েছে। এই ১৪বছরে তৃণমূল চুরি ছাড়া আর কী করেছে?
সভায় পলাশ দাশ বলেন, এসআইআর নিয়ে বিজেপি তৃণমূল নেমে পড়েছে। ১৯দিন পর মমতা চিঠি পাঠিয়ে বলছে এসআইআর বন্ধ করতে হবে। এসআইআর নিয়ে বড়লোক হিন্দু মুসলিমদের কোন অসুবিধা নেই। অসুবিধা গরিব মানুষের। আর এটাই চাইছে বিজেপি-তৃণমূল। বিজেপি-আরএসএস চারিদিকে ক্যাম্প করে সিএএ’র নামে প্রতারণার ফাঁদ তৈরি করেছে। ভয় দেখাচ্ছে। ওদের কাজ গরিব মানুষকে ভয় দেখানো। সম্মেলন উদ্বোধন করেন রাজ্য সভাপতি তুষার ঘোষ। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন বিদায়ী সম্পাদক শক্তি মুখার্জি। সম্মেলন চলবে রবিবার পর্যন্ত।
Conference
গ্রামীণ শ্রমজীবীদের জোট বাঁধার আহ্বান হাড়োয়ার সমাবেশে
সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলন উপলক্ষে মিছিল হাড়োয়ায়।
×
Comments :0