Indian Super League

শিলংয়ে নামবে নর্থইস্ট ও মুম্বই

খেলা

ISL  NUFC  MCFC ছবি প্রতিকী

 

শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে প্রথমবার খেলতে নামবে নর্থইস্ট ইউনাইটেড এফসি। শুক্রবার তারা নামবে মুম্বইয়ের বিরুদ্ধে। এতদিন লাজং এফসির হোম গ্রাউন্ড ছিল এই স্টেডিয়াম। আইলীগের বহু ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই স্টেডিয়ামে।এইবার পালা আইএসএলের। বর্তমানে ১৯ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে নর্থইস্ট। ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে মুম্বই। শেষ ছয়ে যাওয়ার সুযোগ রয়েছে দুই দলের কাছেই। তাই লড়াই হবে তুল্যমূল্য।গত মরশুমের ফর্মের ধরেকাছে নেই মুম্বই ব্রিগেড। ফর্মে নেই ছাংতেও। ফলে আক্রমণ দানা বাঁধছে না মুম্বইয়ের। তবে শেষ ছয়ে যাওয়ার একটা শেষ চেষ্টা করতে চায় তারা। অন্যদিকে মরশুমের শুরুতেই মোহনবাগানকে ডুরান্ড ফাইনালে মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নর্থইস্ট। তারা সেই ফর্ম ধরে রাখতে পেরেছে । শেষ ছয়ের অন্যতম দাবিদার তারা। জুয়ান পেড্রোর তত্ত্বাবধানে দারুণ খেলছে দলটি। এই মরশুমের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে বেশ অনেকটাই এগিয়ে রয়েছে আলাদিন। জিতিনও রয়েছেন দারুণ ফর্মে।পরের মরশুমে দর অনেকটাই বাড়তে চলেছে তার। শেষ ছয়ে এখনও পর্যন্ত শুধু শীর্ষে থাকা মোহনবাগানই শেষ ছয় পাকা করতে পেরেছে। আই আইএসএলের সায়াহ্নে এসে শেষের দিকে ম্যাচগুলিই বেশি আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে।

Comments :0

Login to leave a comment