১৯৯২ সালের আজকের দিনে অর্থাৎ ৩ ফেব্রুয়ারি তারিখে ঘটেছিল ক্রিকেট ইতিহাসের এক স্মরণীয় ঘটনা। সেই ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত ভারত। ১৯৯২ সালের আজকের দিনেই পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে নিজের ক্যারিয়ারের ৪০০ তম উইকেটটি সংগ্রহ করেছিলেন কপিল দেব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজে ০ -৩ ব্যবধানে পিছিয়ে ছিল ভারত। তাই পঞ্চম ও ষষ্ঠ ম্যাচ দুটি ভারতের কাছে নিয়মরক্ষার হলেও কপিল দেবের ৪০০ তম উইকেটের কারণেই সেটি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিল ভারতীয়দের কাছে। চতুর্থ টেস্টের শেষে অজিদের বিরুদ্ধে কপিল দেব সংগ্রহ করেছিলেন মোট ৩৯৭ টি উইকেট। ইতিহাস গড়তে বাকি ছিল আরো ৩ টি উইকেট। পঞ্চম টেস্টে দুটি উইকেট নেওয়ার পর আটকে ছিলেন ৩৯৯ এ। পঞ্চম টেস্টে অজিদের দ্বিতীয় ইনিংসের তৃতীয় দিনের শেষে কাঙ্খিত সেই একটি উইকেট নিয়েছিলেন ৮৩-র বিশ্বকাপজয়ী অধিনায়ক। এলবিডব্লিউতে আউট করেছিলেন মার্ক টেলরকে। তখন তার সংগ্রহে ছিল মাত্র ১৬ রান। এই ম্যাচেও শতরান (১১৪ ) করে সিরিজে নিজের দ্বিতীয় শতরান করেছিলেন শচীন তেন্ডুলকর।
Ajker Dine Kapil Dev
৪০০-র মাইলফলক ছুঁয়েছিলেন কপিল
×
Comments :0