POETRY / KAUSHIK BANDHOPADHAYA / RABITHAKUR / MUKTADHARA / 25 BAISHAK - 9 MAY 2025 / 3rd YEAR

কবিতা / কৌশিক বন্দ্যোপাধ্যায় / রবি ঠাকুর / মুক্তধারা / ২৫ শে বৈশাখ - ৯ মে ২০২৫ / বর্ষ ৩

সাহিত্যের পাতা

POETRY  KAUSHIK BANDHOPADHAYA  RABITHAKUR  MUKTADHARA  25 BAISHAK - 9 MAY 2025  3rd YEAR

কবিতা  

মুক্তধারা  

রবি ঠাকুর

কৌশিক বন্দ্যোপাধ্যায়

২৫ শে বৈশাখ - ৯ মে ২০২৫ / বর্ষ ৩

রবি ঠাকুর মানে বুঝি আকাশ নদী পাহাড় 
রাতের পরে দু চোখ জুড়ে আলোর ভারি বাহার।

রবি ঠাকুর মানে বুঝি দুঃখ জয়ের হাসি 
খুশির তালে বেজে চলা রিনিক ঝিনিক বাঁশি।

রবি ঠাকুর মানে বুঝি সমুদ্দুরের গান
ভুবন ডাঙ্গা জোড়াসাঁকো আলোক সাম্পান।

রবি ঠাকুর মানে বুঝি নানান ফুলের মেলা 
পুব আকাশে রবির মতো কুসুম কলির খেলা।

রবি ঠাকুর মানে বুঝি কাব্য নাটক সুরে 
বছর ভোর পঁচিশ থাকুক সবার মনটি জুড়ে।

 

Comments :0

Login to leave a comment