কবিতা
মুক্তধারা
রবি ঠাকুর
কৌশিক বন্দ্যোপাধ্যায়
২৫ শে বৈশাখ - ৯ মে ২০২৫ / বর্ষ ৩
রবি ঠাকুর মানে বুঝি আকাশ নদী পাহাড়
রাতের পরে দু চোখ জুড়ে আলোর ভারি বাহার।
রবি ঠাকুর মানে বুঝি দুঃখ জয়ের হাসি
খুশির তালে বেজে চলা রিনিক ঝিনিক বাঁশি।
রবি ঠাকুর মানে বুঝি সমুদ্দুরের গান
ভুবন ডাঙ্গা জোড়াসাঁকো আলোক সাম্পান।
রবি ঠাকুর মানে বুঝি নানান ফুলের মেলা
পুব আকাশে রবির মতো কুসুম কলির খেলা।
রবি ঠাকুর মানে বুঝি কাব্য নাটক সুরে
বছর ভোর পঁচিশ থাকুক সবার মনটি জুড়ে।
Comments :0