ICC Champions Trophy 2025

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান বনাম বাংলাদেশ

খেলা

Pakistan vs Bangladesh Champions Trophy

 

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে খেলবে দুই প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের মুখোমুখি হবে আয়োজক দেশ পাকিস্তান। এই প্রতিযোগিতা থেকে এই দুই দেশেরই বিদায়ঘণ্টা বেজে গেছে। ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরেছে এই দুই দলই। তাই বৃহস্পতিবার নিজেদের শেষ ম্যাচটি জয় দিয়েই শেষ করতে চায় এই দুই প্রতিবেশী রাষ্ট্র। তৌহিদ হৃদয় প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে ভালো পারফরমেন্স করলেও গত ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিবর্ণ ছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে হারিয়ে তাই শান্তর দল একটি সুন্দর প্রস্থান ঘটাতে চায় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। অন্যদিকে আয়োজক দেশ হিসেবে সবার আগেই এই প্রতিযোগিতা থেকে বিদায় ঘটেছে পাকিস্তানের। প্রায় ২৯ বছর পর নিজেদের দেশ কোনো বড় প্রতিযোগিতার আয়োজন করায় যথেষ্ট আশাবাদী ছিলেন পাকিস্তানি ক্রিকেটপ্রেমিরা। তবে রিজয়ানদের হতাশাজনক পারফর্ম্যান্স সেই আশায় জল ঢেলে দিয়েছে। সেক্ষেত্রে ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচটি জিতে দেশবাসীর মুখে হাসি ফোটাতে চায় পাকিস্তান। দুপুর ২: ৩০টেয় রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ।

Comments :0

Login to leave a comment