Adhir Chowdhury Press Meet

উন্নয়ন হলে সন্ত্রাস দরকার হচ্ছে কেন মুখ্যমন্ত্রীর, প্রশ্ন অধীরের

রাজ্য পঞ্চায়েত ২০২৩

Adhir Chowdhury Press Meet


উন্নয়ন করে থাকলে সন্ত্রাসের প্রয়োজন পড়ছে কেন মুখ্যমন্ত্রীর ? পঞ্চায়েত ব্যবস্থা চোরেদের হাত তুলে দেওয়ার জন্য এত নিরীহ মানুষের প্রাণ কাড়ছে তৃণমূল। শুক্রবার এ কথা বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, সন্ত্রাস করেও গতবারের মতো এবার আর বিরোধীদের মনোনয়ন জমা ঠেকাতে পারেনি তৃণমূল।  
এদিন বহরমপুরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘নির্বাচনে অংশগ্রহণ করতে মরিয়া মানুষ । কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর সৌজন্য সন্ত্রাস, গুলি, বোমা, বিস্ফোরণ চলছে। পুলিশ তৃণমূল কর্মীর ভূমিকা পালন করছে।’’ 
অধীর বলেন,  ‘‘বাংলার তৃণমূল নেত্রী বিবেকের, অনুভুতির, গণতন্ত্রের বাণী শুনতে চান না। তাই এবারেও পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ত্রাস, খুন, বোমাবাজি, মৃত্যু লাগাতার ঘটে চলেছে।’’ 

চৌধুরী বলেন, ‘‘হাইকোর্টের রায়কে বুড়ো আঙুল দেখিয়ে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে অনিশ্চয়তার তৈরি করল এই তৃণমূল সরকার।’’ তিনি বলেন, ‘‘পুলিশ সরাসরি ভোটে নেমেছে তৃণমূলকে জেতাতে। বাংলাজুড়ে যখন দুর্নীতির বিরুদ্ধে ঘৃণা আছড়ে পড়ছে, অতিসক্রিয় হয়েছে পুলিশ।’’ 
চৌধুরী বলেন, ‘‘মুর্শিদাবাদ জেলায় বৃহস্পতিবার আসেন ফিরহাদ হাকিম। তারপর বেড়েছে পুলিশের তৎপরতা। শাসক দলের হয়ে ভোট করাচ্ছে পুলিশ।’’
অধীর চৌধুরী বলেন, ‘‘গ্রামের রাজনৈতিক উৎসব পঞ্চায়েত নির্বাচন। কেন এই ভোটে কোন পার্টির কর্মীর উপর হামলা হবে? সকলের ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত করার দায়িত্ব সরকারের।’

 

Comments :0

Login to leave a comment