জামিনের আবেদন খারিজ হল পার্থ চট্টোপাধ্যায়ের। সোমবার ১৪ দিনের জেল হেপাজত হল প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের। সঙ্গে জেলা হেপাজতের মোয়াদ বাড়ল অর্পিতা মুখার্জীরও। সিবিআই’র মামলায় সুবিরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, কল্যানময় গাঙ্গুলীরও। সব মিলিয়ে এদিন মোট ৭ জনের জেল হেপাজত দেয় আদালত।
প্রসঙ্গত এদিন আদালতে শশরীরে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায়। শারীরিক অসুস্থতার কারন দেখিয়ে জামিনের আবেদন করেন। কিন্তু সিবিআই সেই আবেদনের বিরোধীতা করে বলে তদন্ত এখন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় দাড়িয়ে। এই মুহুর্তে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়া সম্ভব নয়। পাল্টা পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর দাবি পার্থর বিরুদ্ধে এখনও কোনও অভিযোগ সঠিকভাবে আনতে পারেনি সিবিআই সুতরাং তাকে জামিন দেওয়া উচিৎ। পি চিদাম্বরমের অভিযোগ এনে বলেন তিনিও প্রভাবশালী ছিল তারপরও চিদাম্বরমকে জামিন দেওয়া হয়েছিল। সেই সঙ্গে পার্থর আইনজীবী বলেন পার্থর বিরুদ্ধে এখনও অভিযোগ প্রমান হয়নি তারপরও তাকে চোর বলে কেন ডাকা হচ্ছে।
অপরদিকে অর্পিতা মায়ের সঙ্গে দেখা করার আর্জি জানিয়ে জামিন চান। কিন্তু সেই আবেদনও খারিজ করে দেন বিচারপতি।
Partha chatterjee
আরও ১৪ দিনের জেল হেপাজত পার্থ সহ ৭ জনের
×
Comments :0