PAYAL KAPADIA

পুনেতে শাস্তি পাওয়া পায়েল পুরস্কৃত কান উৎসবে

জাতীয়

কানে পুরস্কৃত পায়েল কাপাড়িয়া (ডানদিকে) এই ছবি পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়।

৭৭তম কান চলচ্চিত্র উৎসবে নজর কেড়েছে ভারতীয় পরিচালক পায়েল কাপাড়িয়া পরিচালিত ‘অল উই ইম্যাজিন অ্যাজ লাইট’ সিনেমাটি। উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান 'গ্রাঁ প্রি’ জিতেছে ছবিটি। 
বিদেশের মাটিতে দেশের নাম উজ্জ্বল করা পায়েল পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট বা এফটিআইআই’র ছাত্রী ছিলেন। এফটিআইআই’র আরএসএস ঘনিষ্ঠ উপাচার্য গজেন্দ্র চৌহানের নিয়োগের বিরুদ্ধে চার মাস ধরে আন্দোলন করায় তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করা হয়। বন্ধ হয় তাঁর অনুদান। 
এই প্রসঙ্গে সিপিআই(এম)’র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সোশ্যাল মিডিয়া এক্সের পোস্টে লিখেছেন, ‘‘অভিনন্দন পায়েল! তুমি আমাদের গর্বিত করেছ।’’

পায়েল নিজে সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘‘ত্রিশ বছর পর কান চলচ্চিত্র উৎসবে এই সম্মান পেল ভারতীয় কোনও ছবি। যাঁরা অভিনন্দন জানিয়েছেন সকলকে ধন্যবাদ। কাজের খিদে আরও বাড়বে।’’ অভিনন্দন জানিয়েছেন মালয়ালম ছবির অভিনেতা মমুট্টি, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। এখন প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও!  
২০১৫ সালে গজেন্দ্র চৌহানকে এফটিআইআই’র ডিরেক্টর করে পাঠায় মোদী সরকার। দূরদর্শনে সম্প্রচারিত রামানন্দ সাগরের মহাভারত ধারাবাহিকে যুধিষ্ঠিরের ভূমিকায় অভিনয়ে করে পরিচিতি লাভ করেন গজেন্দ্র। যদিও আশির দশের শেষের সেই ধারাবাহিকে অভিনয় করা ছাড়া চলচ্চিত্র জগতে আর ভূমিকা সামান্যই। পরবর্তীকালে তিনি বিজেপিতে যোগ দেন। 
এমন একজন রাজনৈতিক ব্যক্তিকে এফটিআইআই’র মাথায় বসানোর বিরুদ্ধে সরব হন পড়ুয়ারা। সেই আন্দোলনের সামনের সারিতে ছিলেন পায়েল কাপাডিয়া। ঘেরাও আন্দোলন চলাকালীন এফটিআইআই’র তৎকালীন ডিরেক্টর প্রশান্ত পাথরাবে ক্যাম্পাসে পুলিশ ডাকেন, এবং পাঁচ পড়ুয়াকে পুনে পুলিশ গ্রেপ্তার করে। সেই ঘটনায় ৩৫ জনের নামে এফআইআর দায়ের হয়। তাঁর মধ্যে পায়েলও ছিলেন। 
আন্দোলনে অংশ নেওয়ার ‘অপরাধে’ পায়েলের স্কলারশিপ বন্ধ করে দেওয়া হয়। একইসঙ্গে স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে বিদেশে গিয়ে কাজ শেখার সুযোগও হারান তিনি। 
২০২৪ সালে ‘গ্রাঁ প্রি‘ জেতার পরে পুনে এফটিআইআই’র তরফে নিজেদের প্রাক্তনীকে প্রশংসায় ভরিয়ে দেওয়া হয়েছে। নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে এফটিআইআই লিখেছে, ‘‘আমাদের প্রাক্তনী কানে ইতিহাস সৃষ্টি করেছে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত।’’
২০২৪ সালে কানে পুরষ্কার জিতলেও, ২০১৭ সালে কাপাড়িয়ার শর্ট ফিল্ম ‘আফ্টারনুন ক্লাউডস’ কানে প্রদর্শনের জন্য বাছাই করা হয়েছিল। সেই সময় নিজেদের প্রাক্তনীর যাতায়াতের খরচ বহন করার প্রতিশ্রুতি দিয়েছিল এফটিআইআই। ২০২১ সালে পায়েল পরিচালিত তথ্যচিত্র ‘আ নাইট অফ নোয়িং নাথিং’ সেরা তথ্যচিত্রের পুরস্কার জিতেছিল।

Comments :0

Login to leave a comment