Kultali Police Firing

কুলতলিতে পুলিশের গুলি, সিপিআই(এম) কর্মী সহ আহত ৩

জেলা পঞ্চায়েত ২০২৩

Kultali Police Firing ছবি ইন্টারনেট থেকে।

কুলতলিতে গুলিবিদ্ধ হয়েছেন সিপিআই(এম) কর্মী। সিপিআই(এম) নেতৃবৃন্দ জানিয়েছেন, মেরিগঞ্জে গুলি চালিয়েছে পুলিশ। 

শনিবার মেরিগঞ্জ ১ গ্রাম পঞ্চায়েতে নস্কর পাড়ায় ছাপ্পা ভোট চলছিল। সিপিআই(এম) জানিয়েছে, ছাপ্পা ভোট করিয়ে ব্যালট বাক্স সিল করে চলে যাচ্ছিল পুলিশ। গ্রামবাসীরা ঘিরে ধরে বিক্ষোভ দেখান। সে সময়েই গুলি চালায় পুলিশ। 

জানা গিয়েছে কাঁদানে গ্যাস এবং গুলি, দুই-ই ছোঁড়ে পুলিশ। পুলিশ প্রথমে কাঁদানে গ্যাস সেল ফাটায় তারপর গুলি করে। সাইফুদ্দিন শেখ নামে ওই সিপিআই(এম) কর্মী গুলিবিদ্ধ হন। ঘটনায় মোট তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। 

তৃণমূলের হুমকি হামলার বিরুদ্ধে ক্ষোভ তীব্র এলাকায়। স্থানীয়রাই বলছেন, পুলিশ তৃণমূলের হয়ে কাজ করে চলেছে। এমনকি ভোটদানের সময় শেষ হওয়ার আগে ব্যালট বাক্স সিল করে নিয়ে চলে যাচ্ছে। শনিবার এই ঘটনা দেখে বিক্ষোভ ভেঙে পড়ে এলাকায়। কারণ বহু মানুষ তখনও ভোট দিতে পারেননি। কেবল তৃণমূল ছাপ্পা দিয়েছে। শুরু হয় বিক্ষোভ।

এর আগে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও ব্যবস্থা নেয়নি পুলিশ। কমিশনও চোখ বুঁজে থেকেছে। শনিবার ভোটের দিনও পুলিশ একই ভূমিকা নিয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বাধা দিয়ে গিয়েছে তৃণমূল। এদিন এই অভিযোগে সরব হয়েছেন সিপিআই(এম) নেতৃবৃন্দ।  

পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ রয়েছে এলাকায়। গুলিবিদ্ধ সিপিআই(এম) কর্মী সাইফুদ্দিন শেখকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। সঙ্গে গুলিবিদ্ধ আরও তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। 

Comments :0

Login to leave a comment